সাক্ষাৎকার

অ্যাকশন বললেই চরিত্রে ডুবে যাই

অভিনেত্রী মুমতাহিনা টয়া। 'ভালোবাসা ১০১' নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে খন্ড নাটকের অপরিহার্য অংশ হয়ে ওঠেন ছোটপর্দার এ তারকা। নিয়মিত উপস্থাপনা ও মডেলিংও করছেন। দেখা গিয়েছে বড়পর্দাতেও। কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মুমতাহিনা টয়া
কাজের চাপ ও মান... কাজের চাপ সব সময়ই থাকে। সিডিউল অনুসারে একটার পর একটা কাজ করে যাচ্ছি। তবে ব্যস্ত সিডিউল মানেই নাটকের কাজ খারাপ হবে, এমনটি নয়। আমরা একটু একটু করে এ সবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। অনেকটা করপোরেটের আদলে। পরিচালক অ্যাকশন বললেই চরিত্রের মধ্যে ডুব দিই। আগের দিন কোন চরিত্রে ছিলাম, সেটা আর মনে থাকে না। শুরু থেকেই আমার কাজ যত্ন নিয়ে করছি। আমাকে এভাবে দেখতেই দর্শক অভ্যস্ত। নতুন দিগন্ত... ছোটপর্দায় কাজ করতে করতেই বড়পর্দায় কাজ করা। পরিচালকের নিশ্চয়ই মনে হয়েছিল, বেঙ্গল বিউটির কেন্দ্রীয় চরিত্রের জন্য আমি ঠিকঠাক। নাট্য-ক্যারিয়ারে যা শিখেছি, সবটা দিয়েই বেঙ্গল বিউটি চলচ্চিত্রে কাজ করেছি। যারাই ছবিটি দেখেছেন, প্রাণ খুলে অভিনয়ের প্রশংসা করেছেন। যদিও ছবিটি কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল। আবার বেশ কয়েকটি দেশেও মুক্তি পেয়েছিল। বিষয়টি আমার জন্যই ইতিবাচক। অভিনয়ের মানুষ... 'বেঙ্গল বিউটি' করার পর থেকে অনেকেই আমাকে প্রশ্ন করছে, সিনেমায় নিয়মিত হবো কিনা। সত্যি বলতে আমি অভিনয়ের মানুষ। অভিনয় আমাকে টানে। গল্প ও পরিবেশ ভালো হলে অভিনয় করতে আপত্তি নেই। তবে গতানুগতিক কোনো গল্পে নয়, বেঙ্গল বিউটির মতো ভিন্ন স্বাদের গল্প পেলে আবারও সিনেমায় কাজ করব। বাকিটা সময়ই বলে দেবে। ব্যবসা-বাণিজ্য... ব্যবসায়ের প্রতি আমার ঝোঁক আছে। অভিনয়ের বাইরে এ একটি বিষয়ই আমাকে টানে। তবে সব ধরনের ব্যবসায় নয়, চাই প্রযোজনা করতে। যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছি, তাই প্রযোজনা ব্যবসায় নামা আমার জন্য সবচেয়ে ভালো হবে। গত এক বছর ধরেই এই প্রজেক্ট নিয়ে আগাচ্ছি। আগামী বছরই সবাইকে সুখবর দিতে পারবে বলে মনে হচ্ছে। দর্শকের শ্রেণিবিন্যাস... এখন কিন্তু আমাদের দর্শক বহুমুখী। ডিজিটাল পস্নাটফর্মের সহজলভ্যতার কারণে দর্শক আগের মতো টিভিমুখী নন। তারা যে কোনো কনটেন্ট দেখার জন্য ডিজিটাল পস্নাটফর্মের ওপর নির্ভর করেন। আবার কিছু দর্শক আছে, যারা এখনো টিভিতে নাটক দেখতে পছন্দ করেন।