আজীবন সম্মাননায় ফেরদৌসী রহমান

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
ফেরদৌসী রহমান
আজীবন সম্মাননা পেলেন প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীতশিল্পী হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে গত ১৭ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রদান করা হয় 'বশির আহমেদ সম্মাননা ২০১৯'। এখানেই আজীবন সম্মাননায় ভূষিত করা হয় ফেরদৌসী রহমানকে। এ সম্মাননায় উচ্ছ্বসিত কণ্ঠে ফেরদৌসী রহমান বলেন, 'জীবনে অনেক পুরস্কার পেয়েছি আমি। কিন্তু কোনো বরেণ্য সংগীতশিল্পী'র নামে এবারই প্রথম এমন সম্মাননায় ভূষিত হলাম। ভীষণ ভালো লাগছে আমার। বশির ভাইয়ের দুই যোগ্য সন্তান হোমায়রা ও রাজা'র উদ্যোগে এই সম্মাননার মধ্য দিয়ে তাদের বাবা বেঁচে থাকবেন। হোমায়রা ও রাজা বুঝিয়ে দিল যে চাইলেই সন্তানরা বাবা-মায়ের জন্য অনেক কিছুই করতে পারে। আমরা আশা করতেই পারি আমাদের সন্তানরাও যেন আমাদের চলে যাবার পর আমাদেরকে যেন এভাবে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেয়।' অনুষ্ঠানে বশির আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আজাদ রহমান, সংগীতশিল্পী খুরশীদ আলম, সংগীত পরিচালক শেখ সাদী খান, বশির আহমেদ'র শীষ্য বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা'সহ আরও অনেকে।