শু ভ জ ন্ম দি ন সুস্মিতা সেন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
ভারতীয় মডেল-অভিনেত্রী সুস্মিতা সেনের ৪৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ১৯৯৪ সালে ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন এবং একই বছরে মিস ইউনিভার্সও নির্বাচিত হন। তিনি প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। মূলত হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি একটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। মিস ইউনিভার্স খেতাব জেতার পর সুস্মিতা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার প্রথম চলচ্চিত্র দস্তক ১৯৯৬ সালে মুক্তি পায়। এতে তিনি শরদ কাপুরের চরিত্রের শিকার চরিত্রে অভিনয় করেন। ১৯৯৭ সালে তিনি তামিল মারপিঠধর্মী চলচ্চিত্র 'রাতচাগান'-প্রধান চরিত্রে অভিনয় করেন। দুই বছর পর হাস্যরসাত্মক চলচ্চিত্র 'বিবি নাম্বার ওয়ান'-এ রুপালি চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। ছবিটি ১৯৯৯ সালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। একই বছর তিনি 'সির্ফ তুম' ছবিতে অভিনয় করে একই বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০০ সালে তাকে ফিজা চলচ্চিত্রের 'মেহবুব মেরে' গানে দেখা যায়। সর্বশেষ কিছুদিন আগে প্রথমবারের মতো একটি বাংলা সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। জানা গেছে, গত বছরের মতো এবারের জন্মদিনটাও প্রেমিক রেহমানের সঙ্গে কাটাবেন এই তারকা।