কেঁদে ফেললেন কাঙ্গালিনী সুফিয়া

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
কাঙ্গালিনী সুফিয়া
কেঁদেই ফেললেন প্রখ্যাত বাউলশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। ডিএনসিসিতে রোববার তাকে দুই লাখ টাকা অর্থ সহযোগিতা দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুই লাখ টাকা পেয়ে এ সময় আবেগে কেঁদে ফেললেন জনপ্রিয় এই শিল্পী। এর আগে গত ২৪ অক্টোবর ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কাঙালিনী সুফিয়ার সঙ্গে দেখা হলে তিনি এ ঘোষণা দেন। আতিকুল ইসলাম তখন বলেছিলেন, 'আমি কাঙ্গালিনী সুফিয়ার অনেক বড় একজন ভক্ত। ছোটবেলা থেকেই আমি তার গান পছন্দ করি। আজ অসুস্থতার খবর শুনে মনে হলো এই গুণী শিল্পীর জন্য আমার এগিয়ে আসা উচিত।' রাজবাড়ীতে জন্মগ্রহণ করা এ শিল্পী প্রায় ৫০০ গান লিখেছেন। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে 'পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে', 'কোন বা পথে নিতাই গঞ্জে যাই' উলেস্নখযোগ্য। তিনি ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।