বাংলাদেশেও 'ফ্রোজেন টু'

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে 'ফ্রোজেন ২'। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপেস্নক্সেও মুক্তি পাবে সিনেমাটি। ২০১৩ সালের সাড়া জাগানো অ্যানিমেশন সিনেমা 'ফ্রোজেন'-এর কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দর্শক-সমালোচক সব মহলের মন জয় করার পাশাপাশি ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ১.২ বিলিয়ন ডলার। এছাড়া দু'টি ক্যাটাগরিতে অস্কারও জয় করেছে সিনেমাটি। স্বাভাবিকভাবেই এই সিনেমার সিকু্যয়েলের জন্য মুখিয়ে থাকবেন দর্শকরা। সময়টা একটু বেশি লেগে গেলেও অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা 'দ্য স্নো কুইন' অবলম্বনে নির্মিত। আগের সিনেমার মতো এ সিনেমাতেও যৌথভাবে পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জনাথন গ্রথ ও জোশ গ্যাড। ইংরেজির পাশাপাশি সিনেমাটি হিন্দিতেও মুক্তি পাবে ভারতে। আর হিন্দি ডাবিংয়ে এলসা ও অ্যানা চরিত্রে কণ্ঠ দিচ্ছেন বলিউডের অভিনেত্রী দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া। এই প্রথম কোনো সিনেমায় দুই বোন একসঙ্গে কাজ করছেন। গত ফেব্রম্নয়ারিতে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়। ট্রেলার দিয়েই রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি দেখা হয়েছে ১১৬.৪ মিলিয়ন বার। একদিনে কোনো অ্যানিমেশন ছবির ট্রেলার দেখার এটিই সর্বোচ্চ রেকর্ড। দর্শকদের এমন সাড়ায় অভিভূত ডিজনি। এটা তাদের ছবির সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানান তারা।