পাকিস্তানে বয়কট আতিফ আসলাম!

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
নিজ দেশ পাকিস্তানের ভক্ত অনুরাগীদের তোপের মুখে জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। কারণ পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতীয় গান গেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সম্প্রতি নিউইয়কের্ পাকিস্তানের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটি প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। সেখানে তার গাওয়া বেশ কিছু জনপ্রিয় গানও গেয়েছেন। কিন্তু সমস্যা বাধে যখন তিনি বলিউডের গান গেয়ে ফেলেন! আতিফ পাকিস্তানের হলেও বলিউডে গাওয়ার সুবাদে পুরো ভারতেও তিনি জনপ্রিয়। পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশুদ্ধ মনেই নিউইয়কের্র শ্রোতাদের তিনি তারই গাওয়া বলিউডের গান শুনিয়েছিলেন। এতেই রীতিমতো শুলে চড়ানো হচ্ছে তাকে। বিশেষ করে পাকিস্তানে তাকে সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুরাগীরা তুলোধুনো করছেন। প্রশ্ন উঠছে, একজন পাকিস্তানি হয়ে পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতের গান তিনি কেন গাইলেন? অনেকে বলছেন আতিফের প্রতি আর শ্রদ্ধা রইল না। কেউ বলছেন, আতিফকে বয়কট করা উচিত। এমনকি সোশ্যাল মিডিয়াতে ‘বয়কট আতিফ আসলাম’ লিখে হ্যাশট্যাগও চলছে দেদার!