গর্বিত ফেরদৌস

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
ফেরদৌস
'হঠাৎ বৃষ্টি'র মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। পরবর্তীতে আরও তিনটি সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ফের সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন দুই বাংলার আলোচিত এ তারকা। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত অটিজম'র উপর নির্মিত এই সিনেমাতে অভিনয়ের জন্য ফেরদৌস পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। তার সমসাময়িক কোনো নায়কই পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। এ কারণে ভীষণ উচ্ছ্বাসের সঙ্গে ফেরদৌস বলেন, 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার একজন শিল্পীর জন্য সর্বোচ্চ স্বীকৃতি। সর্বোচ্চ এই স্বীকৃতি বারবার পাওয়া একজন শিল্পীর জন্য অবশ্যই সৌভাগ্যের এবং গর্বের ব্যাপার। আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলে আমর বেশি খুশি হতেন। আর এখন আমার দুই মেয়ে নুজহাত ও নামিরা সবচেয়ে বেশি খুশি হয়। আমার এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে আমার দুই মেয়ের যে আনন্দ সেটাই আমাকে বাবা হিসেবে গর্বিত করেছে। ধন্যবাদ পুত্র'র পুরো টিমকে অটিজম বিষয়টিকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করে তা দর্শকের সামনে তুলে ধরা। আমি সব সময়ই সমাজ সচেতনতামূলক চলচ্চিত্রে কাজ করে এসেছি। দেখা যাচ্ছে যে আমি যতগুলো সিনেমার জন্য পুরস্কার পেয়েছি সবগুলোই কোনো না কোনোভাবে সমাজ সচেতনতামূলক চলচ্চিত্র। আমি কখনোই জুটি প্রথায় বা নাম্বার ওয়ান হতে হবে এই রীতিতে বিশ্বাসী ছিলাম না। সব সময়ই আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজে লাগে এমন সিনেমা করেছি। তবে কিছুতো বিনোদনমূলক ছিলই। আগামীতে আরও পুরস্কার চাই- এটা সত্যিই। তবে পুরস্কারের চেয়ে দর্শকের ভালোবাসাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাদের কারণেই আমি আজকের ফেরদৌস। তো সেই ভালোবাসাটাই চাই সারাজীবন।' ফেরদৌস বর্তমানে 'গাঙচিল' ও 'জ্যাম' সিনেমার কাজ করছেন। দুটোতেই তার বিপরীতে আছেন পূর্ণিমা। এছাড়াও তিনি লন্ডনে শেষ করেছেন জি এম ফারুকের 'যদি আরেকটু সময় পেতাম' সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে মাহমুদ দিদারের 'বিউটি সার্কাস' ও অরণ্য পলাশের 'গন্তব্য' নামের দুই সিনেমা। ফেরদৌস সিনেমাতে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা, বিভিন্ন স্টেজ শো'তে উপস্থাপনার কাজ নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে একটি স্থানে তিনি এবং পূর্ণিমা একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।