হতাশ পরীমনি!

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
পরীমনি
তরুণ প্রজন্মের চিত্রনায়িকা পরীমনি। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিলেন পরীমনি।। মুক্তির পর তার অভিনীত কোনো ছবিই ব্যবসা করতে পারেনি। গত বছর 'স্বপ্নজাল' ছবিটি নিয়ে কিছুটা আলোচনায় আসলেও চলতি বছরে সুবিধা করতে পারছেন না পরী। চলতি বছরের এ সময় পর্যন্ত তার অভিনীত একটি মাত্র ছবি মুক্তি পেয়েছে। ৮ ফেব্রম্নয়ারি মুক্তিপ্রাপ্ত 'আমার প্রেম আমার প্রিয়া' ছবিটিও সাড়া ফেলেনি দর্শক মহলে। এরপর নতুন সিনেমা 'বিশ্বসুন্দরী' নিয়ে আশা বাঁধেন পরীমনি। নতুন করে আলোচনায় আসতে চান ছবিটি দিয়ে। চলতি বছরের আলোচিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করেছেন ছোট পর্দার আলোচিত নির্মাতা চয়নিকা চৌধুরী। 'বিশ্বসুন্দরী' নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন পরী। কিন্তু এ ছবির মুক্তির অনিশ্চয়তায় হতাশায় পড়তে হয়েছে পরীকে। চলতি মাসের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছিল ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু ছবিটির কাজ শতভাগ শেষ না হওয়ায় মুক্তির জটিলতা দেখা দিয়েছে। কবে নাগাদ মুক্তি পাবে তারও কোনো নিশ্চয়তা নেই। গত সোমবার প্রদর্শনের অনুমতির জন্য চলচ্চিত্র সেন্সরবোর্ডে জমা পড়েছে 'বিশ্বসুন্দরী'। ছবিটি মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন- এমনটাই জানিয়েছিলেন ছবিটির গল্প ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান। কিন্তু সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ছবিটি দেখা হবে। ছবি দেখার পর বিস্তারিত বলা যাবে। ছবি সেন্সরে জমা পড়লেও মুক্তির তারিখ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে পারেনি চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। প্রথমদিকে ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে, সেই লক্ষ্যেই প্রচারণা শুরু হয়েছিল। এর আগে জানা গিয়েছিল, ১৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। কিন্তু দিন ঘনিয়ে আসতেই মুক্তির তারিখ নিয়ে সংশয়ে প্রযোজনা সংস্থা! শোনা যাচ্ছে, ২০ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে পারে। যদি চলতি মাসে ছবিটি মুক্তি না পায় তাহলে সেটা পিছিয়ে নতুন বছরে নিতে হবে। সেক্ষেত্রে ২০২০ সালের ২৪ জানুয়ারি বা ২০ মার্চ মুক্তি পেতে পারে। এমনটাই ইঙ্গিত দিলেন রুম্মান রশীদ খান। তবে ছবির পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, চলতি মাসেই ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তিনি বলেন, 'আমি আগেই বলেছিলাম ছবিটি ৬ ডিসেম্বর মুক্তি দেয়া সম্ভব নয়। প্রি-প্রোডাকশনের কাজ এখনও বাকি আছে। খুব শিগগিরই কাজ শেষ করে আমরা ছবিটি মুক্তি দিব। তবে চলতি মাসেই ছবিটি মুক্তি পাবে। নতুন বছরে আমরা যেতে চাই না।' ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স সিয়াম ও পরীমনি এছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, আনন্দ খালেদ ও মনিরা মিঠু। এ নিয়ে অনেকটা হতাশা প্রকাশ করেছেন পরীমনি। তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই ভাগ্যলক্ষ্ণী মাঝে-মধ্যে আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। বহুল আলোচিত রানা পস্নাজা ছবিটি মুক্তি পেয়েও পায়নি। এ ছবিটি দিয়েই মূলত আমার আলোচনায় আসা। তবে যেসব ছবি মুক্তি পেয়েছে তা থেকে ভালো সাড়া পেয়েছি। মানসম্মত কাজের অভাবে বেশি কাজ করা হয় না। অনেকদিন পর 'বিশ্বসুন্দরী'র মাধ্যমে ভালো একটি কাজ করেছি। খুব ভালো একটি কাজ হয়েছে। এতে আমার ও সিয়ামের রসায়ন দর্শকদের টানবে। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। ছবিটি যখনই মুক্তি পাক দর্শকদের ভালো লাগবে।'