সা ক্ষা ৎ কা র

স্যারের মৃতু্যর জন্য জন্মদিন পালন করছি না

টিভি চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শারমীন জোহা শশী। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। তবে টিভি নাটকের নিয়মিত অভিনেত্রী হলেও শশী পরিচিতি পেয়েছেন 'হাজার বছর ধরে' চলচ্চিত্রের টুনি চরিত্রে অভিনয় করে। এ ছবির মাধ্যমেই বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে শশীর। বৃহস্পতিবার মধ্যরাতে মাহফুজুর রহমানের মৃতু্যর খবরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আজ তার জন্মদিন থাকলেও বাতিল করেন সব জন্মদিনের আয়োজন। কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শারমীন জোহা শশী
তার সঙ্গে ছিল আমার আত্মার সম্পর্ক... আমার ক্যারিয়ারের এক বিশাল প্রাপ্তি 'হাজার বছর ধরে' চলচ্চিত্রে অভিনয় করা। এই সিনেমায় টুনি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকরা আজও আমাকে মনে রেখেছেন। এই ছবির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এই সিনেমাটি সুচন্দা আন্টির প্রধান সহকারী হিসেবে কাজ করেছিলেন শ্রদ্ধেয় বেলাল আহমেদ। তিনিও বেশ কয়েক বছর আগে চলে গেলেন। এবার চলে গেলেন শ্রদ্ধেয় মাহফুজুর রহমান খান। যেহেতু এই সিনেমার প্রত্যেকের সঙ্গেই আমার আত্মার সম্পর্ক, তাই তাদের কারো চলে যাওয়া মানে আমার মধ্যে বিরাট এক শূন্যতার সৃষ্টি হওয়া। আমার মনে হয় একজন মাহফুজুর রহমান খানের চলে যাওয়া মানে আকাশের এক নক্ষত্রের পতন। তিনি আমাদের দেশের প্রখ্যাত চিত্রগ্রাহক ছিলেন। অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এমন মহান মানুষের আগমন এই দেশে আর আদৌ হবে কি না সন্দেহ আছে। দোয়া করি আলস্নাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। বারবার মুখটা ভেসে উঠছে... বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ইন্তেকাল করেছেন। সেদিন সারা দিন আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এমন জায়গায় ছিলাম সেখানে নেটওয়ার্কেও সমস্যা ছিল। অনেক রাতে বাসায় ফিরি। পরের দিন আজ (শুক্রবার) সকালে জানতে পারলাম তিনি নেই। আজ শুটিং নেই, বাসাতেই আছি। মৃতু্যর খবর শোনার পর বারবার তার কথা খুব মনে পড়ছে। হাতে আছে অনেকগুলো নাটক... অনেকগুলো ধারাবাহিক নাটকে কাজ করছি। এর মধ্যে একটি বিপস্নব হায়দারের 'জুলি বিউটিফুল'। বৃহস্পতিবার সারা দিন এ ধারাবাহিক নাটকের শুটিংয়ে ছিলাম। এ ছাড়া জাহিদ হাসানের 'হুলস্থুল', নিয়াজ মাহবুবের 'জলকুমারী', আজাদ আবুল কালামের 'টুইন ভিলেজ', মুসাফির রনির 'ঘুনপোকা', শাহীন সরকারের 'জ্ঞানী গঞ্জের পন্ডিতেরা', সরকার মিল্টনের 'অরুণিমা অবশেষে' নাটকে কাজ করছি। 'আগুন ঝরা দিনগুলো'... বছরের বেশির ভাগ সময় ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ত থাকতে হয়। গল্প ও চরিত্র পছন্দ হলে ধারাবাহিকের ফাঁকে খন্ড নাটকে কাজ করি। সম্প্রতি বিজয় দিবসের একটি বিশেষ নাটকে অভিনয় করেছি। নাটকের নাম 'আগুন ঝরা দিনগুলো'। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শুভ জন্মদিনে অশুভ বার্তা... আগামীকাল (আজ ৭ ডিসেম্বর) আমার জন্মদিন। প্রতি বছরই এ দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানান। খুব ভালো লাগে। নিজের মতো করে দিনটি কাটাতে চেষ্টা করি। তবে এবারের জন্মদিনটি সেভাবে যাবে না। শ্রদ্ধেয় মাহফুজুর রহমানের মৃতু্যর খবরে মনটা ভীষণ খারাপ। দিনটি কেমন করে কোথায় কীভাবে কাটবে জানি না।