ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'জলে ভেজা রঙ'। ওয়ালিদ হাসানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন নিলয়, হিমি, শশী, শাহেদ, এ্যানি খান, চিত্রলেখা গুহ প্রমুখ মাছরাঙা টিভিতে আজ রাত ৮ টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'ঘরে বাইরে'। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ আরো অনেকে স্টার জলসায় আজ রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'বিজয়িনী'। নাটকটি পরিচালনা করেছেন সুশান্ত দাস। ্‌ নোটকে সূবর্ণা রায় চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু। আরও অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, রুদ্রজিৎ মুখাজিসহ অনেকে জি বাংলায় আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'কৃষ্ণকলি'। মেগাটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নীল ভট্টাচার্য ও তিয়াসা রায়। অন্যান্য ভূমিকায় রয়েছেন শঙ্কর চক্রবর্তী, রিমঝিম মিত্র, চৈতালি চক্রবর্তী, মৌ ভট্টাচার্য, সঞ্জীব সরকার প্রমুখ। বাংলাভিশনে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'খেলোয়াড়'। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, আবদুলস্নাহ্‌? রানা, নাবিলা ইসলাম, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, নীলা ইসলাম, আহসান কবীর, মুসাফির বাচ্চু প্রমুখ। আরটিভিতে আজ রাত ১০টায় রাত প্রচার হবে ধারাবাহিক নাটক 'অর্ধেক সত্য'। নাটকটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, জুঁই করিম প্রমুখ