সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মঞ্চে বাতিঘরের 'ঊর্ণাজাল' বিনোদন রিপোর্ট নাট্যদল বাতিঘরের আলোচিত প্রযোজনা 'ঊর্ণাজাল'। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে এ নাটকের ২৪তম প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল। নাটকটির গল্প প্রসঙ্গে নির্দেশক বাকার বকুল বলেন, 'ধর্মীয় কুসংস্কারে মনোনিবেশ এবং শিল্পবিরোধী কার্যকলাপের মধ্য দিয়ে ঘুণে ধরা সমাজের চিত্র উঠে এসেছে এ নাটকে।' বিদেশ থেকে শিক্ষা জীবন শেষ করে নিজ গ্রামে ফিরেন খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখন্ড জমিতে মাদ্রাসা গড়ে তুলেন। সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে তার একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নালের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিহ্বা কেটে নেয় কে বা কারা। সুযোগে ভ্রান্ত ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এমন গল্প নিয়ে এগিয়েছে নাটকটি। এ নাটকের গল্প এগিয়ে গেছে বলে জানান এ নির্দেশক। এক কথায়, ধর্মীয় কুসংস্কারের আশ্রয়ে সমাজে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। 'ঊর্ণাজাল' নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মুক্ত নীল, ফিরোজ মুনীর, সঞ্জয় হালদার, শাফিন আহমেদ অশ্রম্ন, সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, সাদিয়া ইউসুফ বৃতা, ফয়সাল, স্মরণ বিশ্বাস, অপুর্ব কুমার প্রমুখ। 'বাংলাদেশি রাজকুমারী' বিনোদন রিপোর্ট 'বাংলাদেশি রাজকুমারী' শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী পলি শারমিন। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গানটি প্রকাশ করছে ধ্রম্নব মিউজিক স্টেশন। এফডিসির ৪ নম্বর ফ্লোরে পাঁচটি আলাদা সেট নির্মাণ করে হয়েছে গানটির শুটিং। কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনা করেছেন হাবিব রহমান। আর এতে রাজকুমার হয়ে হাজির হয়েছেন নায়ক আমিন খান। আর রাজকুমারী পলি শারমিন তো থাকছেনই। আমিন খান জানালেন গানটিতে তার রাজকুমার হয়ে হাজির হওয়ার কথা, 'মিউজিক ভিডিওতে কাজ করার অনেক অফার পেয়েছি, কিন্তু ওইভাবে করা হয়নি। গত বছর এক শিশু শিল্পীর একটি গানের মডেল হয়েছিলাম। আর এই গানটিতে রাজকুমার হয়ে হাজির হয়েছি। গানটির মধ্যে অন্যরকম একটা দোলা আছে। ফোক-আধুনিকের এক দারুণ মিশেল। শওকত আলী ইমন ফিউশনের ক্ষেত্রে বস। তিনি সংগীত করেছেন শুনেই মডেল হতে রাজি হয়েছি।' গানটি নিয়ে পলি শারমিন বলেন, 'অনেক দিন ধরেই গান করছি। সব সময় চেয়েছি একটা মনের মতো মৌলিক গান তৈরি করব। এবার সেই চাওয়া পূর্ণ হয়েছে। গানটির ভিডিওতেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন পরিচালক। আশা করছি, গানের মতো ভিডিওটিও সবার ভালো লাগবে।' ধ্রম্নব মিউজিক স্টেশন সূত্রে জানা যায়, আগামী ১০ ডিসেম্বর গানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।