দর্শকের সামনে আসছে 'ছপাক'

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
দীপিকা পাডুকোন
আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আর এই দিনই মুক্তি পেতে চলেছে দীপিকা পাডুকোনের নতুন ছবি 'ছপাক'-এর ট্রেলার। অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্ণী আগরওয়ালের বায়োপিক 'ছপাক'। মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। বিশ্বমানবাধিকার দিবসে ট্রেলার মুক্তি পাচ্ছে বলে বেশ খুশি এ অভিনেত্রী। তিনি বলেন, 'এই দিন ট্রেলার মুক্তি নেহাতই কাকতালীয়। তবে ছপাক অ্যাসিড আক্রমণের গল্প। এই জঘন্য কাজটা নিপীড়িত মানুষটির অধিকারকেই খর্ব করে! তাদের জীবনটাই পালটে যায়। আমার মতে, ছবির ট্রেলার মুক্তির জন্য এর থেকে আর কোনো ভালো দিন হয়তো আমরা পেতাম না।' 'ছপাক'-এর সঙ্গে যাত্রাটা পরিচালক মেঘনার জীবনেও গুরুত্বপূর্ণ। তার কথায়, 'অসাধারণ অথচ একই সঙ্গে খুব কঠিন একটা সময়ের মধ্যে ছিলাম। দীপিকার জন্য আরও কঠিন ছিল কারণ ওর মেকআপ। কিন্তু এত পরিশ্রম করে দিনের শেষে যখন বুঝতে পারছি দর্শক একটা ভালো ছবি উপহার পেতে চলেছেন তখন নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।' এই ছবিতে দীপিকার মতো একজন প্রথম সারির অভিনেত্রীকে ডি-গস্ন্যাম লুকে হাজির করাটা মেঘনার মতে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল।