সা ক্ষা ৎ কা র

গানে ফিরতে চান সোনিয়া

অনেক দিন পর দেশে ফিরলেন ক্লোজআপ ওয়ান তারকা'খ্যাত কণ্ঠ শিল্পী সোনিয়া। ক্লোজআপ তারকা নির্বাচিত হওয়ার পর বেশ স্টেজ শো, অডিও অ্যালবাম এমনকি পেস্নব্যাকেও বেশ সরব ছিলেন তিনি। কিন্তু এরপর হঠাৎ করেই গান থেকে অনেকটাই দূরে সরে যান সোনিয়া। পাড়ি জমান বিদেশে। বেশ কিছুদিন পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। জানালেন, আবারও গানে ফিরতে চান এ শিল্পী। সব বিষয়ে তার সঙ্গে কথা হলো...

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সোনিয়া
গান ছাড়িনি... শিল্পের মানুষ কখনো শিল্প ছাড়তে পারে না। তেমনি আমার পক্ষেও গান ছাড়া সম্ভব নয়। ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকছি। তাই নিয়মিত চলচ্চিত্রে ও মৌলিক গানে ছিলাম না। এবার দেশে ফিরেছি। তাই গানের প্রতি মনোনিবেশ করব। তবে মিউজিক ভিডিওতে আমার কোনো আগ্রহ নেই। নিজের কণ্ঠটাকেই শুধু গানের জন্য ব্যবহার করার ইচ্ছে রয়েছে।' আড়ালে... সত্যি বলতে সংসার জীবন নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার কারণে গানে মনোযোগ দিতে পারিনি। তবে একেবারেই যে গান থেকে দূরে ছিলাম- তেমনটি নয়। সুযোগ পেলেই গান গেয়েছি। দেশে যখন এসেছি- ব্যাটে-বলে মিলে গেলে কণ্ঠ দিয়েছি। পেস্নব্যাক... কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুরে 'ঢেউয়ে ঢেউয়ে' গান দিয়ে আমার চলচ্চিত্রে পেস্নব্যাক শুরু হয়। 'চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে'সহ বেশ কয়েকটি গান আমার দর্শক পছন্দ করেন। সে ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। গানের ভাষা ভালো লাগলেই কেবল আমি কণ্ঠ দেই, তাছাড়া নয়। মৌলিক গান... এখন যেহেতু অ্যালবাম লোকে শোনে না, তাই সিঙ্গেল গানই করতে হচ্ছে। নতুন বছরের বেশ কয়েকটি মৌলিক গান গাওয়ার পরিকল্পনা রয়েছে। দু'একটি কথাবার্তা প্রায় চূড়ান্ত। ব্যাটে-বলে মিললে আবারও ভালো কিছু আসতে পারে। দর্শক হয়তো আবারও 'বাজেরে বাজে ঢোল আর ঢাক' ও 'ঢেউয়ে ঢেউয়ে'র মতো গান পেতে যাচ্ছে।