শুভ জন্মদিন

স্বস্তিকা মুখার্জি

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বস্তিকা মুখাজি
বিনোদন ডেস্ক টলিউডের এ সময়ের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয় এবং খোলামেলা অভিনয়ের দরুন মাঝে মাঝেই নেটিজেনদের শিকারও হতে হচ্ছে তাকে। প্রশ্ন ওঠে তার শারীরিক সৌন্দর্য এবং বয়স নিয়েও। তবে নেটিজেনদের কড়া জবাবে শান্তও থাকেন এ অভিনেত্রী। ভারতীয় এ বাঙালি মডেল-অভিনেত্রী আজ চলিস্নশে পা দিচ্ছেন। ১৯৮০ সালের ১৩ ডিসেম্বর জন্ম নেয়া এ তারকা প্রথমে টেলিভিশন ধারাবাহিক 'দেবদাসী' অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে তিনি ঊর্মি চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান রবি কিনাগী পরিচালিত 'মাস্তান' চলচ্চিত্রে। ছোটবেলা থেকে তিনি তার পিতা শান্তু মুখার্জির সাথে সাদাসিধেভাবে জীবন-যাপন করেছেন। সাথে ছিলেন তার ছোট বোন অজপা এবং তার মা 'গোপা'। কলকাতার কারমেল স্কুল, সেন্ট তেরেসা স্কু এবং গোখেল মেমরিয়াল স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করেন তিনি। ১৯৯৮ সালে ১৮ বছর বয়সে তিনি বিখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাদের বিবাহিত জীবন সুখী ছিল না। মাত্র দুই বছর স্থায়ী ছিল তাদের দাম্পত্য জীবন। ২০০১ সালে মুখার্জি আনন্দ শঙ্কর সেন্টারে 'কালচার লার্নিং ড্যান্স'-এ ভর্তি হন, যেখানে তিনি তনুশ্রী শংকরের কাছ থেকে নৃত্যের তালিম নেন। তিনি তখন জিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু কোয়েল মলিস্নকের কারণে তা বেশিদিন টিকে থাকেনি। পরবর্তীতে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে 'ব্রেক ফেল'-এর শুটিং সেটে সম্পর্ক শুরু করেন। কিন্তু তিনি সেই সময়কার প্রথিত নিয়ম অনুযায়ী প্রমিত সেনের বিবাহিত স্ত্রী ছিলেন। বর্তমানে মেয়ে অন্বেষাকে নিয়েই একাকী সংসার করছেন তিনি।