মধ্যরাতে প্রচারণায় আসিফ আকবর

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আসিফ আকবর অভিনীত প্রথম সিনেমা 'গহীনের গান'। সিনেমাটিতে গায়ক আসিফের পাশাপাশি নায়ক আসিফকে পাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। চলচিত্রটি মুক্তি উপলক্ষে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রচারণা। বৃহস্পতিবার রাতে সেই প্রচারণায় ছিলেন শিল্পী আসিফ আকবরও। মধ্যরাতে ঢাকার রাস্তার বিভিন্ন জায়গায় নিজ হাতে পোস্টার লাগিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেত্রী তানজিকা, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ, গীতিকার-সুরকার তরুণ মুন্সী, নির্মাতা সাদাত হোসাইন, সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন, প্রযোজক এনামুলক হক প্রমুখ। ক্যারিয়ারের প্রথম সিনেমা প্রসঙ্গে আসিফ আকবর আগেই বলেছেন, গান থেকে সিনেমা নির্মাণ একটি কঠিন কাজ। সেই কাজটি আমরা সর্বোচ্চ শ্রম দিয়ে ভালো কিছু দাঁড় করানোর চেষ্টা করেছি। কেমন করেছি, সিনেমাটি দেখে দর্শকরাই তা বিচার করবেন। তবে এটা বলতে পারি, 'গহীনের গান' মানুষের জীবনের কথা বলবে। ২০ বছর কিংবা ৫০ বছর পরেও মানুষ সিনেমাটির কথা মনে রাখবে। ৯টি গানের বার্তা নিয়ে নির্মিত হয়েছে সাদাত হোসেন পরিচালিত সিনেমা 'গহীনের গান'। এরই মধ্যে ট্রেলারসহ সিনেমাটির দুটি গান প্রকাশ পেয়েছে। গান দুটি হচ্ছে 'এমনও বরষায়' ও 'বাবা'। আগামীকাল প্রকাশ পাবে 'বন্দি' শিরোনামের আরেকটি গান।