চলে গেলেন গোলাপুডি মারুতি রাও

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন ডেস্ক ২৮০টিরও বেশি দক্ষিণী সিনেমার অভিনেতা ও সুপারহিট বহু সিনেমার চিত্রনাট্যকার ও মঞ্চ ব্যক্তিত্ব গোলাপুডি মারুতি রাও মারা গেছেন। বৃহস্পতিবার রাতে চেন্নাইয়ে একটি হাসপাতালে তিনি ৮০ বছর বয়সে মারা যান। প্রায় তিনশ' সিনেমায় অভিনয় করলেও মূলত সিনেমার চিত্রনাট্য রচনার জন্যই তিনি বেশি বিখ্যাত। তার সফল সিনেমাগুলোর মধ্যে ডক্টর চক্রবর্তী, তরঙ্গিনী, সংসারম চধরঙ্গম, কালস্নু ইত্যাদি অন্যতম। তেলুগু মঞ্চ নাটকেও তার অপরিসীম অবদান রয়েছে। ২০১৯ সালের তেলুগু সিনেমা 'জোড়ি'তে তিনি সর্বশেষ অভিনয় করেছেন। ১৯৩৯ সালের ১৪ এপ্রিল বিজয়নগরমে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। বিশাখাপত্তনমে পড়শোনা শেষে ১৯৫৯ সালে অন্ধ্র প্রভা নামের এক দৈনিক পত্রিকায় কাজ শুরু করেন। এরপর দুই দশক তিনি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেন। এর পাশাপাশি তিনি কলামিস্টও ছিলেন। তার মৃতু্যতে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর শোক প্রকাশ করেছেন। সুপারস্টার মহেশ বাবু তার টুইটারে লেখেন, 'তার হঠাৎ মৃতু্যতে আমি গভীরভাবে শোকাহত। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান অতুলনীয়। আমরা এক মহামূল্যবান সম্পদ হারালাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। শান্তিতে থাকুন, স্যার।'