বাবার দশ গান নিয়ে দুই বোনের অ্যালবাম

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী
কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীর জনপ্রিয় গানগুলোতে নতুন করে কণ্ঠ দিয়েছেন তার দুই মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। অ্যালবামের নাম ‘আমার গানের প্রান্তে’। মাহমুদুন্নবীর গাওয়া ১০টি জনপ্রিয় গান এতে রয়েছে। প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। অ্যালবামটির যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন আশু চক্রবতীর্। অ্যালবামে মাহমুদুন্নবী গাওয়া ‘অনেক সেধেছি সুর’, ‘ওগো মোর মধুমিতা’, ‘তুমি যে আমার কবিতা’ ও ‘আমি আগুনকে ভয় পাই না’ গানগুলো গেয়েছেন সামিনা চৌধুরী। অন্যদিকে, ‘তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও’, ‘বড় একা একা লাগে’, ‘মনের যে কথা’ ও ‘তুমি কখন এসে দঁাড়িয়ে আছ’ গানগুলো গেয়েছেন ফাহমিদা নবী। একক গান ছাড়াও দুটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। গান দুটি হলো ‘দিয়েছি মায়ের স্নেহ’ ও ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’।