ছোটপর্দায় বিজয় দিবস

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিজয় দিবসের নাটক 'উপলব্ধি'। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিয়াজ মাহমুব। অভিনয় করেছেন নিলয় আলমগীর, মীম মানতাশা, দিলারা জামান, মোহাম্মদ বারী, সায়কা আহমেদ, আজম খানসহ অনেকে। নাটকটি আজ এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে। বিজয় দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক 'বেড নাম্বার সিক্সটিন'। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তার ঘোরগ্রস্ত কিছু সময়ের গল্প উঠে এসেছে এই নাটকে। এতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম আর নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে একজন নার্সের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন সুজাত শিমুল, শফিউল আলম বাবু, মাহাবুব, আখন্দ জাহিদ প্রমুখ। আজ রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিজয় দিবসের বিশেষ নাটক 'চিৎকার'। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, তানভীর, পাভেল ইসলাম, শর্মিলী আহমেদ, দীপক কর্মকার, সাজু আহমেদ, মাঈন হাসান, মোসফিকুর শুভ, ডালিম কুমার দাস টিটু, আশিফুল ইসলাম রাকিব সহ বিভিন্ন থিয়েটারের আরো ২০জন শিল্পী। আজ রাত ৮টার খবরের পর প্রচারিত হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের 'স্বপ্নের বাড়ি' সিকু্যয়েলে নির্মিত মুক্তিযুদ্ধের নাটক 'স্বপ্নের বাড়ি'। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আবদুলস্নাহ রানা, রুনা খান, কে এস ফিরোজকে।' বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮ টা বাংলা সংবাদের পর প্রচারিত হবে বিজয় দিবসের বিশেষ নাটক 'মেঘ ভাঙা রোদ। নাটকটি রচনা করেছেন ড. ইনামুল হক। অভিনয় করেছেন তানভীন সুইটি, দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ। এই নাটকের মাধ্যমে তারা প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন।