মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ফের এন্ড্রু কিশোরের কেমোথেরাপি শুরু

বিনোদন রিপোর্ট

সেপ্টেম্বর থেকেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ক্যান্সার আক্রান্ত বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। শনিবার থেকে আবারও চতুর্থ সাইকেলে শুরু হয়েছে কেমোথেরাপি। এমনটাই জানিয়েছে তার পরিবার। শুক্রবার রাত থেকেই সোশাল মিডিয়া ও বেশকিছু অনলাইন মাধ্যমে এন্ড্রু কিশোরের মৃতু্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এমন খবরে বিরক্ত হন গুণী এই শিল্পীর পরিবার। গুজবে কান না দিয়ে এন্ড্রু কিশোরের সুস্থতা কামনায় দেশবাসির কাছে দোয়া চেয়েছে তার পরিবার। জানানো হয়, সিঙ্গাপুরে ডা. লিমসুন থাইয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন এন্ড্রু কিশোর। এ পর্যন্ত তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি নেওয়া হয়েছে। শনিবার থেকে চতুর্থ সাইকেলে তাকে কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে। চিকিৎসার জন্য আগামী ফেব্রম্নয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে হবে অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পীকে। তার এই ব্যয়বহুল চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও দুই কোটি ১০ লাখ টাকা প্রয়োজন বলে আগেই জানিয়েছিল তার পরিবার। এন্ড্র কিশোরের চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেছেন তার স্ত্রী। 'গো ফান্ড মি' নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা এই অনলাইন ফান্ডিংয়ের পেজ চালু করেছেন। এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের সার্বিক তত্ত্বাবধান করছেন মোমিন বিশ্বাস। তিনি সরকারসহ দেশের চলচ্চিত্র, সংগীত, টেলিভিশনসহ বিভিন্ন অঙ্গনের লোকজনকে এন্ড্রু কিশোরের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।

পূজার নতুন

ছবি 'সাইকো'

বিনোদন রিপোর্ট

একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি। জিন ছবির শুটিং শেষ হতে না হতেই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম 'সাইকো'। অনন্য মামুনের পরিচালনায় এতে পূজার বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে। ১০ জানুয়ারি থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে বলেও জানান পরিচালক।

এ বিষয়ে অনন্য মামুন বলেন, '১৪ ডিসেম্বর রাতে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রোশান ও পূজা। এর বাইরে সিনেমাটিতে তাসকিন রহমানের কাজ করার কথা আছে, যদিও তাকসিন এখনো চূড়ান্ত নয়।'

তবে সিনেমার গল্প সম্পর্কে এখনো কোনো ধরনের আওয়াজ দিতে নারাজ এ পরিচালক। তার মতে সবটা এখনই বলে দিলে মজাটাই শেষ হয়ে যাবে। তাই একটু অপেক্ষা করতেই হচ্ছে।

'সাইকো' সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন ও মেজবাউদ্দিন।

এদিকে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় পূজা চেরির। তবে 'দহন' ও 'পোড়ামন টু'সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে মূল নাকিয়ার চরিত্রে অভিনয় করে রীতিমত পর্দা কাঁপিয়েছেন তিনি। 'জিন' ছাড়াও 'শান' নামের আরও একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে তার।

বিজয় দিবসে পরিচালক সমিতির মেডিকেল ক্যাম্প

বিনোদন রিপোর্ট

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সোমবার দিনব্যাপী চলবে এই মেডিকেল ক্যাম্প। চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেবেন চিকিৎসকরা। এই মেডিকেল ক্যাম্পে বিশেষ করে ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত আরবিএস ও এস ক্রিয়েটিনিন পরীক্ষা করা হবে বিনামূল্যে। রোগীদের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে বুধবার দুপুর ১টায় চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে। রিপোর্টে কোনো সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এই মেডিকেল ক্যাম্পটির ব্যবস্থাপনায় থাকছে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<80042 and publish = 1 order by id desc limit 3' at line 1