ফিরছেন মামুন ইমতিয়াজ

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
মামুন ইমতিয়াজ
অচিরেই নতুন চমক নিয়ে ফিরছেন জনপ্রিয় আবৃত্তিকার, অভিনেতা ও উপস্থাপক মামুন ইমতিয়াজ। আবারও কাব্যচচার্ শুরু করেছেন তিনি। এ ছাড়াও নতুন ম্যাগাজিন অনুষ্ঠান সঞ্চালনার পরিকল্পনা করেছেন। এরইমধ্যে বিষয়টি নিয়ে একাধিক টিভি চ্যানেলের সঙ্গে কথা বলেছেন এই গুণী তারকা। এ প্রসঙ্গে মামুন ইমতিয়াজ বলেন, দীঘর্সময় ক্যামেরার সামনে কাজ করলেও বতর্মানে আমি নেপথ্যে থেকেই বাংলা সংস্কৃতি ও মিডিয়ার নানাবিধ কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি আবৃত্তি এবং উপস্থাপনায় নিয়মিত হব। বতর্মানে প্রবাসমেলা নামে একটি পাক্ষিক ম্যাগাজিন পত্রিকার উপদেষ্টা (অনারারি) হিসেবে কাজ করছি। পত্রিকাটি পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক কোটি প্রবাসীর সুখ-দুঃখ, হাসি-কান্না, সাফল্য-ব্যথর্তাসহ তাদের জীবনযাপনের বিভিন্ন চিত্র তুলে ধরছে। এ পত্রিকাটি নিয়ে আমার বৃহৎ পরিকল্পনা আছে। প্রবাসীদের জন্য কাজ করাকে আমি একটি সেবামূলক ব্রত হিসেবে নিয়েছি। তাই তাদের স্বাথের্ এবং কল্যাণে আজীবন নিয়োজিত থাকতে চাই। উল্লেখ্য, একজন পরিশ্রমী মিডিয়াকমীর্ মামুন ইমতিয়াজ সংস্কৃতি অঙ্গনের এক পরিচিত মুখ। একাধারে তিনি একজন টিভি উপস্থাপক, অভিনেতা, আবৃত্তিকার, নিদের্শক এবং সংগঠক। দীঘর্ প্রায় দুই যুগেরও অধিককাল ধরে তিনি মিডিয়ায় কাজ করছেন। মঞ্চের পাশাপাশি বিটিভির নাটকে অভিনয় করেন তিনি। শুধু অভিনয় নয়, একজন সফল আবৃত্তিকার হিসেবেও মামুন ইমতিয়াজ সুপরিচিতি লাভ করেছেন।