চেন্নাইয়ের নৃত্যোৎসবে মৌলি

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
জুয়েইরিয়াহ মৌলি
এসোসিয়েশন অব ভরননাট্যম আটির্স্ট অব ইন্ডিয়ার আয়োজনে ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত হলো ‘আভায় প্রবাসী উৎসব’। চেন্নাইয়ের এই ভরতনাট্যম উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নৃত্যশিল্পী একক পরিবেশনা করলেন। বাংলাদেশের তরুণ নৃত্যশিল্পী জুয়েইরিয়াহ মৌলি নৃত্যগুরু কীতির্ রামগোপালের পরিচালনায় ৫০ মিনিট একক ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন। এ উৎসবে আরও অংশ নেন উমা আভাঙ্কাট্রামান (যুক্তরাজ্য), সুথিকসানা ভীরাভালি (যুক্তরাষ্ট্র), লুক্রেজিয়া মানিস্কট্টি (ইতালি) ও মালয়েশিয়ার দুটি নৃত্যদল। উপস্থিত দশের্কর প্রশংসার পাশাপাশি মৌলিকে নিয়ে উৎসবের প্রধান অতিথি নৃত্যগুরু পদ্মভ‚ষণ ভিপি ধনঞ্জয় বলেন, ‘মৌলির নৃত্য নিজস্ব এক প্রাণ নিয়ে উপস্থিত হয়ে ওঠে মঞ্চে।’ জুয়েইরিয়াহ মৌলি বতর্মানে আইসিসিআর স্কলারশীপ নিয়ে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে ভরতনাট্যমের উপর মাস্টাসের্ অধ্যয়নরত। তার নৃত্যশিক্ষা শুরু ছায়ানটে বেলায়েত হোসেন খানের হাতে। পরে তিনি কল্পতরুতে অমিত চৌধুরীর প্রশিক্ষণ নেন। মৌলি এ পযর্ন্ত ভারতের কেরালাতে প্রাকিরথাম উৎসব, ব্যাঙ্গালোরের পারাভাঞ্জালি এবং উদয়রাগা উৎসব এবং তামিলনাড়–র নাট্যাঞ্জলি উৎসবে তিনি নৃত্যপরিবেশন করেন। ভারতের সুরের নাট্যাঞ্জলি উৎসবে তিনি সম্মানজনক নাট্যাকালামনী অ্যাওয়াডর্ পেয়েছেন। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ঢাকার শাস্ত্রীয় সংগীত উৎসবেও একক ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেছিলেন মৌলি।