বিটিভিতে ‘বিশ্ব উইথ শিষ্য’

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আনজাম মাসুদ
আনজাম মাসুদের উপস্থাপনা ও পরিচালনায় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবতর্ন’র প্রথম গেয়েছিলেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। ‘পরিবতর্ন’র পঁচিশতম পবর্ প্রচার হলেও আর তাকে এই অনুষ্ঠানে পাওয়া যায়নি। অবশেষে আসছে ঈদুল আজহার বিশেষ পরিবতের্ন গাইলেন তিনি। তবে এবার একা নয়, সঙ্গে গাইলেন তার কয়েকজন যোগ্য শিষ্য। আনজাম মাসুদ এই পরিবেশনার নাম দিয়েছেন ‘বিশ্ব উইথ শিষ্য’। এতে কুমার বিশ্বজিতের সঙ্গে তার শিষ্য রাজীব, মাহাদী ও কিশোরকে দশর্ক গাইতে দেখবেন। মাহফুজুর রহমান মাহফুজের লেখা ও শেখ সাদী খানের সুর করা ‘তুমি রোজ বিকেলে’, আব্দুল্লাহ আল মামুনের লেখা, নকীব খানের সুর করা ‘তোরে পুতুলের মতো করে’ এবং ডা. সালাহ উদ্দিন সজলের লেখা, কুমার বিশ্বজিতের সুর করা ‘তুমি পাগল বলো’ এই তিনটি গানের অংশ বিশেষ গেয়েছেন তারা। শিষ্যদের নিয়ে গাওয়া প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আনজাম মাসুদকে বিশেষ ধন্যবাদ এমন চমৎকার একটি পরিকল্পনার জন্য। আমার তিন শিষ্য তাদের যোগ্যতা দিয়েই দশের্কর মাঝে একটি অবস্থান গড়ে নিয়েছে। নিশ্চয়ই আগামীতে তারা সংগীতাঙ্গনকে অনেক কিছুই দেবে। আমার বিশ্বাস গানটি দারুণ উপভোগ্য হবে।’ আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও নিদের্শনায় ‘পরিবতর্ন’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।