শিল্পকলায় প্রাচ্যনাটের সাকার্স সাকার্স

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সাকার্স সাকার্স নাটকের দৃশ্য
বিনোদন রিপোটর্ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল প্রাচ্যনাটের ৪থর্ প্রযোজনা ‘সাকার্স সাকার্স’। আগামী ১৮ আগস্ট সন্ধ্যা ৭টায় মঞ্চের আলোয় ফের প্রদশির্ত হবে প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘সাকার্স সাকার্স’। আজাদ আবুল কালামের রচনা ও নিদের্শনায় নাটকটি প্রাচ্যনাটের প্রথম মূলধারার নাট্য প্রযোজনা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, আসলামুজ্জামান পলাশ, তপন মজুমদার, শাহেদ আলী, হীরা চৌধুরী, সাখাওয়াত হোসেন রিজভী, জাহাঙ্গীর আলম, এ বি এস জেম, শতাব্দী ওয়াদুদ, তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, ঋতু সাত্তার, সানজিদা প্রীতি, পারভিন সুলতানা কলি, ফরহাদ, রফিকুল ইসলাম, সজীব প্রমুখ।