সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ফেব্রম্নয়ারিতে চালু হচ্ছে সনি-স্টার সিনেপেস্নক্স বিনোদন রিপোর্ট সিনেমা দেখার জন্য রাজধানীর মিরপুর অঞ্চলের দর্শকের কাছে ভরসার নাম ছিল সনি সিনেমা হল। আর এই হলটিই এবার ভেঙে চালু হচ্ছে নতুন মোড়কে। দর্শক সেখানে উপভোগ করবেন আধুনিক সিনে থিয়েটারে ছবি দেখার সুযোগ। গত ফেব্রম্নয়ারিতে সনি ও স্টার সিনেপেস্নক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। আসছে ফেব্রম্নয়ারিতেই চালু হতে যাচ্ছে 'সনি-স্টার সিনেপেস্নক্স' নামের এ প্রেক্ষাগৃহটি। এ বিষয়ে সিনেপেস্নক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ফেব্রম্নয়ারির প্রথম সপ্তাহের মধ্যে 'সনি-স্টার সিনেপেস্নক্স' চালু হবে। সনির কর্ণধার মো. হোসেন বলেন, পুরোদমে কাজ চলছে। যত দ্রম্নত সম্ভব চালুর জন্য কাজ করছি। তিনি বলেন, এখানে মোট তিনটি স্ক্রিন থাকবে। আসন সংখ্যা থাকবে ৪০০, ২৫০, ১৫০ (মোট ৮০০)। সিনেপেস্নক্সের অন্যান্য শাখার মতো নয়, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে টিকিটের মূল্য নির্ধারণ থাকবে। জানা গেছে, যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে সেখানে গড়ে তোলা হচ্ছে সনি-স্টার সিনেপেস্নক্স। এছাড়া সিনেপেস্নক্সের পরিবেশ উন্নত করতে দেশের নামিদামি পোশাকের ব্যান্ড, খাবার ব্রান্ডের দোকান, জিম সেন্টার, শিশুদের বিনোদন কেন্দ্র রেখে 'সনি স্কয়ার' গড়ে উঠছে। বাগদান সারলেন নাতাশা-হার্দিক বিনোদন ডেস্ক টিম ইন্ডিয়া ক্রিকেটারদের সাথে রুপালি পর্দার অভিনেত্রীদের প্রেমকাহিনি কিংবা বিয়ে নতুন কোনো খবর নয়। এবার সে তালিকায় যোগ হলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নতুন বছরের শুরুতেই বলিউড অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বাগদান সারলেন ভারতীয় এই ক্রিকেটার। বুধবার ইনস্টাগ্রামে স্টানকোভিচের সঙ্গে বাগদানের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'আমি তোর, তুই আমার, জানে গোটা দেশ'। এর আগে মঙ্গলবার নাতাশার সঙ্গে একটি ছবি পোস্ট করেন হার্দিক পান্ডিয়া। ক্যাপশনে লেখেন, আমার ফায়ারওয়ার্কের সঙ্গে নতুন বছরের শুরু করছি। বাগদানের ঘোষণার পর পান্ডিয়া-নাতাশা জুটিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সার্বিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রীর বলিউডে হাতেখড়ি প্রকাশ ঝাঁয়ের 'সত্যাগ্রহ' দিয়ে। এরপর ফ্রাইডে, ড্যাডি, ফুকরে রিটার্নসের মতো ছবিতে তাকে দেখা গেছে। আজ প্রকাশিত হচ্ছে 'বেবি বিউটিফুল' বিনোদন রিপোর্ট আজ আসছে ২০১৯ সালের বড় বাজেটের সিনেমা 'মেকআপ'-এর 'বেবিবিউটিফুল' গানের মেকিং ভিডিও। কলকাতার অনেক সুপারহিট সিনেমার সংগীত পরিচালক স্যাভির কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের জনপ্রিয় সংগীতশিল্পী জয়তিকা তাংরি। সিনেমার পরিচালক অনন্য মামুন বলেন, 'আমরা অনেক বাজেট দিয়ে যত্ন নিয়ে গানটি নির্মাণ করেছি। আশা করি দর্শক এই প্রথম বাংলাদেশের সিনেমায় মুম্বাইয়ের হিন্দি গানের মত আধুনিকতার ছোঁয়া পাবে।' এরই মধ্যে মেকআপ সিনেমার শুটিং শেষ হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, কাজী উজ্জ্বল ও নবাগত রিয়েলি। এছাড়াও কলকাতার পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি ও তমবক। সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।