তিন তারকার 'বৃষ্টি ধারা'

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম ও মৌসুমী হামিদ
বিনোদন রিপোর্ট জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম ও মৌসুমী হামিদ। চলমান সময়ের এ তিন ব্যস্ত অভিনয়শিল্পীকে নিয়ে নাটক নির্মাণ করেছেন তরুণ নাট্যনির্মাতা আসাদুজ্জামান আসাদ। নাটকের নাম 'বৃষ্টি ধারা'। বৃহস্পতি থেকে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। 'স্বদেশ এন্টারটেইনম্যান্ট'র প্রযোজনায় নির্মিত এই নাটকটি 'স্বদেশ এন্টারটেইনম্যান্ট'র ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটিতে অপূর্ব অভিনয় করেছেন রায়হান চরিত্রে, বৃষ্টি ও ধারা চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন মম ও মৌসুমী হামিদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, 'এর আগেও আসাদের নির্দেশনায় আমি দুটি নাটকে অভিনয় করেছি। নাটক নির্মাণের ক্ষেত্রে তার আন্তরিকতার কোনো কমতি থাকে না। যথেষ্ট ধৈর্য নিয়ে বুঝে নাটক নির্মাণ করেন। আমার আন্তরিকতার কোনো কমতি ছিল না। যতটা পেরেছি সহযোগিতা করেছি। মম এবং মৌসুমী দু'জনই চমৎকার অভিনয় করে এবং এটা প্রমাণিতও বটে। আশা করছি, নাটকটি ভালো লাগবে দর্শকের।' জাকিয়া বারী মম বলেন, 'অপূর্ব এই সময়ে এসে অভিনয়ে নিজেকে এতটাই পরিপক্ব করে তুলেছে যে, তার নামের প্রতিই যথাযথভাবে বিচার করেছে। অপূর্ব একজন আপাদমস্তক অভিনেতা। আমি একজন সহকর্মী হিসেবেই তার কাজে মুগ্ধ হই এমনটি নয়, একজন দর্শক হিসেবেও তার কাজের ভক্ত আমি। রোম্যান্টিক গল্পের নাটকে অপূর্ব এক কথায় আনপ্যারালাল। 'বৃষ্টি ধারা' নাটকে তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আশা করছি, দর্শকের কাছে উপভোগ্য হবে।'