সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারতের ছত্রিশগড়ে প্রশংসিত 'ত্রিশূল' বিনোদন রিপোর্ট ভারতের ছত্রিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হলো 'ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভাল ২০১৯'। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও আইসিসিআরের আমন্ত্রণে এতে অংশগ্রহণ করে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন 'ত্রিশূল'। উৎসবটি অনুষ্ঠিত হয় গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর। এতে নৃত্যের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে 'ত্রিশূল'। তাদের এ পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। বিশ্বের ৬টি দেশ ও ভারতের ২৪টি রাজ্যের বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে উৎসবটিতে। এতে উপস্থিত ছিলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 'ত্রিশূল' প্রতিষ্ঠাতা তৃণা মজুমদার এ প্রসঙ্গে বলেন, 'মূলত আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে তুলে ধরাই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদেরকে এ ধরনের একটি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলিও আইসিসিআরকে।' গান গাইলেন 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' সঞ্চিতা বিনোদন রিপোর্ট সঞ্চিতা দত্তের শুরুটা সুন্দরী খোঁজার প্রতিযোগিতা 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'-এর মাধ্যমে। ২০১৭ সালের সে প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন সঞ্চিতা। এরপর একাধিক টিভিসি, নাটকে দেখা গেছে তাকে। সম্প্রতি কাজ শেষ করেছেন আরটিভির জন্য নির্মিত ধারাবাহিক নাটক 'তোলপাড়'-এর। তবে এবার দর্শক শ্রোতাদের সামনে একেবারে একটি ভিন্ন পরিচয়ে হাজির হয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে সঞ্চিতার প্রথম গান 'মায়ার শরীর'। 'নট এ লাভ স্টোরি' শীর্ষক শর্টফিল্মের জন্য নির্মিত এই গানটি লেখার পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ। গানের সুর করেছেন আহমেদ মুনীফ ও সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শাহরুখ। গানের ভিডিওতে সঞ্চিতার সঙ্গে অভিনয় করেছেন নাঈফ তাহসিন। মিজু ক্রিয়েশনের প্রযোজনায় ভিডিওটির সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। শর্টফিল্মটি শিগগিরই লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে রিলিজ হবে বলে জানা গেছে। বৈশাখে মুক্তি পাচ্ছে 'বিউটি সার্কাস' বিনোদন রিপোর্ট আসছে বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র 'বিউটি সার্কাস'। ২০১৬ সালে সরকারি অনুদান পাওয়া এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে প্রথমবারের মতো সার্কাস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। এ বিষয়ে জয়ার ভাষ্যে 'বিউটি সার্কাস' ভিন্ন ধাঁচের একটি চলচ্চিত্র, যেখানে দর্শক নতুন এক জয়া আহসানকে আবিষ্কার করবেন। গল্প ও নির্মাণেও আছে ভিন্নতার ছাপ। একটু দেরিতে হলেও চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে- এটা আনন্দের বিষয়। চলচ্চিত্রটি অনেকের মনে দাগ কাটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্মাতা মাহমুদ দিদার জানান, সার্কাস জগতে এক নারীর টিকে থাকার গল্প নিয়ে 'বিউটি সার্কাস' চলচ্চিত্রটি নির্মিত। নানা হুমকির মুখেও একজন নারী আপন শক্তিতে কীভাবে টিকে থাকে, তা এর গল্পে তুলে ধরা হয়েছে, যা অনেকের মনকে নাড়া দেবে। নতুন গান নিয়ে প্রিয়াংকা বিশ্বাস বিনোদন রিপোর্ট মিষ্টি গায়কী দিয়ে শ্রোতা-দর্শকের মন জয় করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন প্রিয়াংকা বিশ্বাস। ২০১২ সালে 'ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ'-এর দশম স্থান অধিকারী প্রিয়াংকা বিশ্বাসের গানে হাতে খড়ি তার বা পঙ্কজ বিশ্বাসের কাছে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. অসিত রায়ের কাছে গানে তালিম নেন। বর্তমানে ঢাকার ছায়ানটের অসিত রায়ের কাছে নিয়মিত তালিম নিচ্ছেন। নিজের মৌলিক গানের প্রতি ভীষণ মনোযোগী তিনি। তবে সঙ্গীতের দুনিয়ায় পেশাগতভাবে পথচলার এই সময়ে প্রিয়াংকা নিজেই তিনটি গান রচনা করেছেন এবং সুর করেছেন।