সাক্ষাৎকার

প্রস্তুতির কমতি রাখতে চাই না

চিত্রনায়ক মামনুন হাসান ইমন। একযুগের চলচ্চিত্র ক্যারিয়ারে উপহার দিয়েছেন 'দারুচিনি দ্বীপ', 'গহীনের শব্দ', 'লাল টিপ', 'পদ্ম পাতার জল' ও 'পাসওয়ার্ড'-এর মতো আলোচিত ছবি। হাতে আছে আরও কয়েকটি ছবির কাজ। বর্তমানে আছেন কলকাতায়। তার সঙ্গে মুঠোফেনে কথা বলেছেন- রায়হান রহমান

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মামনুন হাসান ইমন
'আকবর'র প্রস্তুতি... এখন কলকাতায় আছি। আমার নতুন ছবি 'আকবর'-এর লুক প্রস্তুত করতেই এখানে এসেছি। মূলত চুলের গেটআপ ও ড্রেসআপ নিয়ে কাজ করতে কলকাতার একজন বিশেষজ্ঞের দারস্থ হয়েছি। তিনি আমার পরিচিত। সব কাজ মিটিয়ে ৭ জানুয়ারি দেশে ফিরব। তার আগে এ ছবির জন্য দেশে মাসতিনেক জিমও করেছি। 'আকবর' ছবিটি অপরাধ জগতের বেশ কিছু ঘটনা নিয়ে নির্মিত হবে। এতে আমি মাফিয়ার চরিত্রে অভিনয় করব। ফলে প্রস্তুতির কমতি রাখতে চাই না। 'আগামীকাল' নিয়ে... দীর্ঘদিন পর জাকিয়া বারী মমর সঙ্গে একটি ছবির কাজ শেষ করলাম। ছবির নাম 'আগামীকাল'। গত মাসেই এর শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। বান্দরবানসহ দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় এ ছবির শুটিং হয়েছে। 'আগামীকাল' শেষ হওয়ার পরপরই সম্প্রতি মমর সঙ্গে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম, 'কানামাছি'। এ ছবির কাজও শুরু হয়েছে। আবারও মম'র সঙ্গে... এটা সত্যি, পরপর মমর সঙ্গে দুটি কাজ হলো। একটির কাজ গত মাসেই শেষ হয়েছে। আর নতুন ছবি 'কানামাছি'তেও আমার বিপরীতে মম আছে। গল্প ও চরিত্রের উপর ভিত্তি করে একজন অভিনয় শিল্পীকে ছবিতে নেওয়া হয়। এ ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করেন পরিচালকরা। এটা সত্যি 'দারুচিনি দ্বীপ'-এর পর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তবুও দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে আমরা দু'জনই উচ্ছ্বসিত। আশা করছি, দর্শকরাও আমাদের পর্দায় দেখে উচ্ছ্বসিত হবেন। অনুপ্রাণিত... 'পাসওয়ার্ড' চলচ্চিত্রের জন্য সম্প্রতি 'ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড'স পেয়েছি। কাজের এমন স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে, সঙ্গে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়। এ পুরস্কার প্রাপ্তি আমার দায়িত্ব একটু হলেও বাড়িয়েছে।