তিশার অন্যরকম শুরু

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট শুরু হয়েছে নতুন বছর। চলছে নতুন উদ্যমে কাজ। অন্যদের মতো সারা বছরের পরিকল্পনায় কাজ শুরু করেছেন শোবিজাঙ্গনের তারকারাও। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নাটকের পাশাপাশি এখন চলচ্চিত্রেও তার ব্যস্ততা বেড়েছে। তবে নতুন বছরে কাজ শুরু করেছেন নাটক দিয়ে। বছরের এ কয়েক দিনেই শেষ করেছেন নতুন দুটি নাটকের কাজ। একটি 'আদা সমুদ্দুর' অন্যটি 'আই এম আন্ডার এরেস্ট'। দয়াল সাহার রচনায় 'আদা সমুদ্দুর' নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকটি প্রকাশ হবে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। এ নাটকে তিশা অভিনয় করেছেন নেত্রীর ভূমিকায়। নাটকের গল্পানুযায়ী পুরান ঢাকার ওয়ার্ড কমিশনারের পদে নির্বাচন করবেন তিনি। নাটকের গল্প নিয়ে নির্মাতা রাইসুল তমাল বলেন, 'আদা খেলে গলা পরিষ্কার থাকে। শরীরের ক্লান্তি দূর হয়। 'আদা সমুদ্দুর' মূলত রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। তাই নামটিও একটু আলাদা রাখার চেষ্টা।' এ নাটক নিয়ে তিশা বলেন, 'নতুন বছরে সুন্দর একটি নাটকের কাজ শেষ করলাম। এখানে আমি একজন নারী নেত্রীর চরিত্রে অভিনয় করছি। অনেক ভালো একটি কাজ এটি। আশা করছি ভালো লাগবে।' এ নাটকে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মুশফিক আর ফারহান, তাবাসসুম মিথিলা, নিকুল কুমার মন্ডল, দাউদ নূর, আনোয়ার হোসেন, শিখা মৌসহ অনেকে। অন্যদিকে মুহম্মদ আবু রজীনের চিত্রনাট্যে মুরসালিন শুভ নির্মাণ করেছেন 'আই অ্যাম আন্ডার অ্যারেস্ট'। এতে ভিন্ন লুকে দেখা যাবে তিশাকে। পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটি নিয়ে তিশা বলেন, 'নতুন বছরে নতুন নাটক। দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস।' এ নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, 'বছর শুরুটা তিশা আর আমি এই নাটক দিয়ে শুরু করলাম। গল্প আমার কাছে ভালো লেগেছে। এখন দর্শকদের ভালো লাগলেই আমাদের সন্তুষ্টি আসবে।'