সাক্ষাৎকার

ভালো ছবি না হলে কাজ করার ইচ্ছা নেই

মডেল ও অভিনেত্রী শবনব ফারিয়া। বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখলেও খন্ডনাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে অনম বিশ্বাসের 'দেবী' চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে পার করেছেন সদ্য বিদায় নেওয়া বছর। নতুন বছরেও আছে ফারিয়া চমক। তার সঙ্গে কথা বলেছেন- রায়হান রহমান

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শবনব ফারিয়া
কথাবন্ধু... প্রথমবারের মতো রেডিও জোকি বা কথাবন্ধু হিসেবে কাজ করতে যাচ্ছি। প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত আমাকে শোনা যাবে রোডিও স্বাধীন-এ। এতে 'ইচ্ছেডানা এফএম' নামের একটি অনুষ্ঠানে আরজে হিসেবে থাকব। এ শো'তে অব্যহত শিক্ষার গুরুত্ব নিয়ে আগত অতিথিদের সঙ্গে কথা হবে। খন্ডনাটকে... খন্ডনাটকেই বেশি কাজ করছি। ইতোমধ্যে রোজার ঈদের কাজও শুরু হয়েছে। তবে আমি কখনোই একসঙ্গে অনেক কাজ করতে পছন্দ করি না। ভেবে-চিন্তে কাজ করি। কারণ, একজন শিল্পী হিসেবে দায়িত্ববোধের একটি বিষয় আছে। ধারাবাহিকে... আমার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। তার মধ্যে 'বকুলপুর', 'ফ্যামিলি ক্রাইসিস' ও 'রূপালি জোছনায়' অন্যতম। ধারাবাহিকগুলোর একটির সঙ্গে অন্যটির মিল নেই। ফলে দীর্ঘ সময় ধরেই ধারাবাহিকের চরিত্রগুলো নিয়ে কাজ করতে হয়। পুরো বিষয়টিই আমার কাছে চ্যালেঞ্জের মতো। আমি বেশ উপভোগ করি। চিত্রনাট্য নিয়ে... 'যখন হাতে একটি চিত্রনাট্য আসে, প্রথমে এর গল্পটা বুঝার চেষ্টা করি। এতে আমার চরিত্র কি, চরিত্র অনুযায়ী নিজেকে কল্পনা করি। নাটকের সেটে চেষ্টা করি চরিত্রের মধ্যেই থাকতে। মাঝে মাঝে আমার কো-আর্টিস্টের সঙ্গেও সেভাবে কথা বলি। ফলে স্কিনে সাবলীল থাকা যায়। আমার চেষ্টা থাকে পর্দায় ন্যাচারাল থাকা। চলচ্চিত্র নিয়ে... দেবী চলচ্চিত্রটি করার পর দর্শকের যে ভালোবাসা পেয়েছি তা ভুলবার নয়। এতটা ভালোবাসা পাবে কল্পনাও করিনি। সত্যি বলতে এর মতো ব্যতিক্রমধর্মী ও শক্তিশালী গল্পের প্রস্তাব হাতে আসেনি। তাই দেবীর পর আর কোনো চলচ্চিত্রে কাজ করিনি। তবে সময় নিয়ে ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করতে চাই। আমি অভিনয়ের মানুষ। ভালো চরিত্র পেলে না বলতে পারি না। আর ভালো ছবি না হলে কাজ করার ইচ্ছা নেই। ২০২০ নিয়ে... আমি কখনোই পরিকল্পনা করে কাজ করি না। তেমনি নতুন বছর নিয়েও তেমন কোনো পরিকল্পনা আমার নেই। তবে গত বছরের চেয়ে কাজে আরও বেশি মনোযোগী হব। আর ক্ষণে ক্ষণে বিভিন্ন চমক নিয়ে দর্শকের সামনে হাজির হব।