শু ভ জ ন্ম দি ন তপন চৌধুরী ও আঁখি আলমগীর

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই আলোকিত কণ্ঠশিল্পী তপন চৌধুরী এবং এ সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। এবারের জন্মদিনটি যেন আঁখি আলমগীরের কাছে ব্যতিক্রম একটি জন্মদিন। কারণ কিছুদিন আগেই তিনি দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর আগে ছোটবেলায় প্রয়াত আমজাদ হোসেন পরিচালিত 'ভাত দে' সিনেমায় অভিনয়ে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কিন্তু ৩৫ বছর পর তিনি পুরস্কার পেলেন শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে। তবে এবারের জন্মদিন শুধুই পরিবারের সঙ্গে কাটবে বলে জানিয়েছেন আঁখি আলমগীর। 'ভাত দে' সিনেমায় অভিনয় করেছিলেন আঁখি আলমগীর। আবার একই সিনেমায় গান গেয়েছিলেন তপন চৌধুরী। এই সিনেমায় 'কতো কাঁদলাম কতো গো সাধলাম আইলানা' গানটি তপন চৌধুরীর কণ্ঠে সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই তপন চৌধুরী কানাডা থেকে কিছুদিন আগে দেশে এসেছেন। ঢাকা এবং ঢাকার আশপাশে স্টেজ শোতে অংশ নিতে। যথারীতি জন্মদিনটা তার এবারও দেশেই উদযাপন করতে হচ্ছে। তবে স্ত্রী শর্মিলা ও সত্যমকে দূরে রেখেই এবার জন্মদিন উদযাপন করতে হচ্ছে তাকে। জন্মদিনকে ঘিরে তপন চৌধুরীর বিশেষ কোনো আয়োজন নেই। তপন চৌধুরী বলেন, 'জন্মদিন এলে বিশেষত আমার বাবা-মাকে ভীষণ মিস করি। মিস করছি আমার স্ত্রী সন্তানকে। ভীষণভাবে মনে পড়ে আমার গানে ওস্তাদ স্বর্গীয় প্রিয়দা রঞ্জন সেন, ওস্তাদ মিহির লালাসহ আমার আজকের এই পর্যায়ে আসার নেপথ্যে যাদের কিছুটা হলেও অবদান রয়েছে। জন্মদিনে সবার কাছে আশীর্বাদ চাই যেন ঈশ্বর আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।'