নির্মিত হচ্ছে 'তোমার নদীটি'

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক 'তোমার নদীটি'। নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। গত সোমবার বাংলাদেশ টেলিভিশনে এবং আরও বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। 'তোমার নদীটি' নাটকে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন শিরীন আলম, সাজ্জাদ রেজা ও হিমি। আগামী ১৮ জানুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে বলে জানান প্রযোজক সাহরিয়ার মোহাম্মদ হাসান। নাটকে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন শিরীন আলম। অন্যদিকে নিঝুম চরিত্রে অভিনয় করেছেন সাজ্জাদ রেজা এবং মনামি চরিত্রে অভিনয় করেছেন হিমি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শিরীন আলম বলেন, 'নাটকটির গল্প খুব সুন্দর। সাধনা আহমেদ আমাদের প্রাত্যহিক জীবনের গল্পই নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। আর নাটকটি নির্মাণের ক্ষেত্রে সাহরিয়ার ভাই বেশ মনোযোগ দিয়েছেন। যে কারণে নাটকটি খুব ভালো হবে বলেই আমি আশা রাখছি।' সাজ্জাদ রেজা বলেন, 'ভালো গল্পের প্রতি আমার টান সবসময়ই ছিল। কারণ মঞ্চে আমি এক সময় এতো ভালো ভালো গল্পের নাটকে কাজ করেছি যে ভালো গল্পের প্রতি, চরিত্রের প্রতি আমার একটা অন্যরকম টান ছিলই। তোমার নদীটি নাটকটির গল্প জীবনধর্মী। যে কারণে কাজ করে ভালো লেগেছে। আমি আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।' হিমি বলেন, 'বিটিভির একটি অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছি আমি। যে কারণে বিটিভিতে আমার প্রায়ই আসা হয়। আর বিটিভির নাটকেও কাজ করেছি আমি আগে।'