সা ক্ষা ৎ কা র

স্বস্তির জায়গাটা মনে হয় কমে গেছে

মেহবুবা মাহনূর চাঁদনী। যিনি একাধারে একজন মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত তিনি। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। জীবন চলার বাঁকে ছন্দপতনের পর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। নিয়মিত হতে চাইছেন অভিনয়ে। অভিনয়, নাচ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা হলো তার সঙ্গে ...

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মেহবুবা মাহনূর চাঁদনী
কোথাও নেই ... আমি আগে থেকেই খুব কম অভিনয় করি। বেছে বেছে কাজ করি। মাঝখানে অনেকটা সময় কাজ করা হয়নি। তবে কাজের প্রতি আমি এখন অনেক মনোযোগী। নিয়মিত কাজ করতে চাই। তবে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় অনেকের সঙ্গে আমার যোগাযোগ নেই। নিজে থেকেও যোগাযোগ করার চেষ্টা করিনি। তাই কাজের প্রস্তাবও আসছে না। তবে গত বছর দুই-একটি নাটকে কাজ করে ছিলাম। ধারাবাহিক নাটক 'ঘুমন্ত শহরে'র প্রচার শেষ হয়ে গেল। এতে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। নেগেটিভ চরিত্রে অভিনয় করা অনেক কঠিন। যদিও এর আগে 'হাউজ ওয়াইফ' নাটকেও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলাম। এ বছর নতুন কাজের এখনো কোনা সাড়া পাইনি। কেমন চলছে টিভি নাটক ... অভিনয় থেকে দূরে থাকায় নাটক দেখার উদ্দেশে কখনো টিভি সেটের সামনে বসা হয় না। তবে গত বছরে সজলের সঙ্গে একটি নাটক করেছিলাম। 'শূন্যতায় পুণ্যতা' নাটকটি দেখেছিলাম। ভালো লেগেছিল। এখানে আমাদের সঙ্গে নতুন একটি মেয়ে কাজ করেছিল। ও অনেক ভালো করেছে। দেখা না হলেও বর্তমান সময়ের নাটক নিয়ে বিভিন্ন অভিযোগের পাশাপাশি অনেকের সুনামও শুনতে পাই। তরুণ মেধাবীরা নাটকে কাজ করছেন- এটা অত্যন্ত ভালো খবর। অস্থিরতা ... এখন সব ক্ষেত্রেই কেমন যেন অস্থিরতা। স্বস্তির জায়গাটা মনে হয় কমে গেছে। যাদের হাতে কাজ আছে, তারাও এক প্রকার অস্থিরতায় থাকেন। আবার যাদের হাতে কাজ নেই, তারাও অস্থিরতায় ভোগেন। আমার বিষয়টি তো অনেক পরে। সিনিয়র শিল্পীদের অনেকের হাতে কাজ নেই। এমন অনেক শিল্পী আছেন, যারা আমাদের গর্ব, তারাও অভিনয় থেকে দূরে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এত চ্যানেল, এত নাটক হচ্ছে, কিন্তু ভালোমানের অনেক সিনিয়র শিল্পী বেকার হয়ে আছেন। এর কারণ হতে পারে দুটি- হয়ত তারা কাজের প্রস্তাব পাচ্ছেন না। আর নয়ত মানহীন কাজের সঙ্গে আপোষ করতে চান না। নাচের খবর ... অভিনেত্রী হিসেবে পরিচিতি থাকলেও আমার শুরুটা তো নাচ দিয়েই। তাই অভিনয়ের পাশাপাশি নাচও করা হয়। গত বছর নাচ নিয়ে কিছুটা ব্যস্ত ছিলাম। বেশ কয়েকটি নাচের প্রোগ্রাম করেছি। সম্প্রতি একাধিক নাচের অনুষ্ঠান নিয়ে কথাবার্তা চলছিল, কিন্তু এখন আর কোনো খবর নেই। বিভিন্ন টিভি চ্যানেল অন্যান্য অনুষ্ঠান যতটা প্রচার করে, সে তুলনায় নাচের অনুষ্ঠান কম করে। আগে একটা সময় ছিল, নিয়মিত নাচের অনুষ্ঠান হতো। তবে ইদানীং চ্যানেলগুলো নাচের অনুষ্ঠান করছে। কিন্তু পেশাদার নাচের শিল্পী দিয়ে নাচের অনুষ্ঠান কম করা হয়।