বাফটা পুরস্কারেও এগিয়ে জোকার

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
জোকার ছবির একটি দৃশ্য
সদ্য ঘোষিত গোল্ডেন গেস্নাব এওয়ার্ড-এ ফলাফল সন্তোষজনক। দুটি পুরস্কার পেয়েছে ২০১৯ এর আলোচিত ছবি জোকার। এদিকে গোল্ডেন গেস্নাবের রেশ কাটতে না কাটতে ঘোষণা করা হয়েছে বাফটা'র (ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড) মনোনয়ন। মনোনয়নই নিশ্চিত করছে বাফটা থেকেও খালি হাতে ফিরবে না জোকার। কারণ বাফটায় সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে টড ফিলিপস পরিচালিত ছবিটি। মঙ্গলবার ৭৩তম বাফটা এওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়। যেখানে সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগসহ মোট ১১টি বিভাগে মনোনয়ন পায় জোকার। ১০ বিভাগের মনোনয়ন নিয়ে জোকারের গায়ে গায়ে আছে কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত এবং ব্র্যাড পিট, লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত ছবি 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' এবং মার্টিন স্করসেসির 'দ্য আইরিশম্যান'। কিন্তু মনোনয়ন দৌড়ে অনেকটাই পিছিয়ে আছে গোল্ডেন গেস্নাবের এবারের সেরা ছবি 'নাইন্টিন সেভেন্টিন'। তবে সংখ্যায় পিছিয়ে থাকলেও স্যাম মেন্ডিসের এই ছবিটি সেরা ছবি এবং সেরা ব্রিটিশ ছবির মতো গুরুত্বপূর্ণ দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে। প্রসঙ্গত, আসছে ২ ফেব্রম্নয়ারি জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ৭৩তম বাফটা পুরস্কার।