বিতর্কে 'ছপাক'

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
'ছপাক' ছবির দৃশ্যে দীপিকা পাড়ুকোন
বিনোদন ডেস্ক আজ মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত 'ছপাক' ছবিটির। কিন্তু মুক্তির ঠিক আগমুহূর্তে গেরুয়া শিবিরের আক্রমণের শিকার হলো বহুল আলোচিত এ ছবিটি। এতে আনন্দের পরিবর্তে অনেকটা হতাশা বিরাজ করছে ছবির পুরো টিমে। সম্প্রতি ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের ওপর হামলার পর সেখানে গিয়ে কানহাইয়া কুমারেরও বক্তব্য শোনেন দীপিকা। আর তারপর থেকেই দীপিকা বিরুদ্ধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। দীপিকাকে তুলোধোনা করতে কোমর বেঁধে নেমে পড়েছে তারা। জানা গেছে, কদিন ধরে দীপিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে শুরু করে বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, 'ছপাক' ছবিতে মূল ঘটনাকে বিকৃত করা হয়েছে। ছবির প্রযোজক দীপিকা পাড়ুকোন ও পরিচালক মেঘনা গুলজার ছবিতে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চেয়েছিলেন। আর তা করতে গিয়ে মূল ঘটনাটাই নাকি তারা বদলে দিয়েছেন। ছবিতে লক্ষ্ণী আগরওয়ালের অনুকরণে তৈরি চরিত্র মালতীকে যারা এসিড ছুড়েছিল, তারা ছিল মুসলিম। অথচ ছবিতে তাদের হিন্দু হিসেবে দেখানো হয়েছে। এমনই দাবি তাদের। এ নিয়ে বাবুল সুপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে মেঘনা গুলজারকে সরাসরি 'দায়িত্বজ্ঞাহীন' বলে মন্তব্য করেন তিনি।