মোশাররফ করিম ও পিয়া বিপাশার 'গল্পওয়ালা'

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
'গল্পওয়ালা' নাটকের দৃশ্যে
বিনোদন রিপোর্ট মুরসালিন শুভ'র চিত্রনাট্য ও নির্দেশনায় নির্মিত হলো নাটক 'গল্পওয়ালা'। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পিয়া বিপাশা। অভিনয়ে আরও রয়েছেন মুসাফির সৈয়দ, শহীদুলস্নাহ সবুজ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, টেলিভিশন নাটকের প্রতিশ্রম্নতিশীল চিত্রনাট্যকার মাহবুব হোসেন। লেখার বিষয়ে যিনি বরাবরই বেশ খুঁতখুঁতে। নিজের লেখা যে কোনো চিত্রনাট্য তিনি আগে নিজের কাছে বিশ্বাসযোগ্য করে তোলেন। চরিত্র বিশ্বাসযোগ্য না মনে হলে, সেটি তিনি লেখেন না। এমনই একটি সিরিয়াস লেখকের চরিত্রে এবার দেখা যাবে টেলিভিশনের শীর্ষ অভিনেতা মোশাররফ করিমকে। যার চরিত্রের নাম নাট্যকার মাহবুব হোসেন। তার স্ত্রীর ভূমিকায় জেমমিন চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা। নাটকটি নিয়ে নির্মাতা মুরসালিন শুভ জানান, নাটকটির শেষাংশে থাকবে দর্শকদের জন্য ভয়ঙ্কর এক বিস্ময়! যার জন্য দর্শকরা মোটেও প্রস্তুত থাকবেন না। তিনি বলেন, আমরা চেষ্টা করেছি চলমান নাটকের বাজারে আউট অব বক্স একটা গল্প বলতে। আমরা চেয়েছি একজন সত্যিকার লেখকের পাগলামি তুলে ধরতে, সঙ্গে নির্মম বাস্তবতাও। সিএমভিকে ধন্যবাদ, কাজটিকে সামনে আনার জন্য। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, 'গল্পওয়ালা' ১১ জানুয়ারি উন্মুক্ত হচ্ছে 'সিএমভি ড্রামা' নামের ইউটিউব চ্যানেলে।