অভিনয়ে ফিরতে মরিয়া এটিএম শামসুজ্জামান

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এটিএম শামসুজ্জামান
বিনোদন হাসপাতাল আর বাসা- এভাবেই কাটছে বাংলাদেশ চলচ্চিত্রের নন্দিত অভিনেতা ও পরিচালক এটিএম শামসুজ্জামানের। কখনও লম্বা সময়, কখনও বা দুই কিংবা তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হচ্ছে তাকে। সর্বশেষ তিনি চিকিৎসাধীন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে অনেকটাই তিনি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। দু'তিন দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছে ডাক্তার। সারাক্ষণ অভিনয় নিয়ে মেতে থাকা এই মানুষটি এখন অভিনয় থেকে অনেক দূরে রয়েছেন। তবে এ রকম জীবন থেকে মুক্ত হতে চাচ্ছেন এ অভিনেতা। পুরোপুরি সুস্থ হয়ে আবারও আগের মতো লাইট-ক্যামেরার জগতে চঞ্চলতার সঙ্গে কাজ করতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি ফের ছবি পরিচালনার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এটিএম শামুসুজ্জামান বলেন, 'অভিনয়ে ফেরার জন্য যেন অস্থির হয়ে আছি। আমি অভিনয়ের মানুষ। অভিনয় না করতে পারার যন্ত্রণায় কুরে কুরে মরছি। আমি মনে করি, এখনও আমার সেরা অভিনয় করতে পারিনি। শ্রেষ্ঠ অভিনয়টা এখনো করা হয়নি। তবে এর জন্য অপেক্ষায় আছি। এতদিন পরিচালকরা আমাকে হনুমান বানিয়ে রেখেছে। অভিনয় করার সুযোগ দেয়নি। আগামীতেও অভিনয় করার সুযোগ দেবে কিনা সেটাও বলতে পারছি না। তবে আমি চাই ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আজীবন বেঁচে থাকতে। এটাই আমার শেষ ইচ্ছা।'