অ্যান্ড্রু কিশোরের জন্য সিঙ্গাপুরে কনসার্ট

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ক্যান্সারআক্রান্ত কিংবদন্তি গায়ক 'পেবস্ন্যাক সম্রাট' অ্যান্ড্রু কিশোরের চিকিৎসায় সহায়তা করার জন্য সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস), বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রম্নয়ারি সন্ধ্যা ৭টায় দেশটির গেটওয়ে থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সিঙ্গাপুরে একই মঞ্চে গান পরিবেশন করবেন তিন প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন ও মিতালী মুখার্জি। আয়োজকরা বলেন, অ্যান্ড্রু কিশোর আমাদের কিংবদন্তি শিল্পী, যার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তিনি এখন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই শিল্পীর জন্য কিছু করার তাগিদ থেকেই চ্যারিটি কনসার্টের আয়োজন করেছি। এখান থেকে উপার্জিত সব অর্থ অ্যান্ড্রু কিশোরের চিকিৎসায় ব্যয় করা হবে। কনসার্টে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫, ৫০ ও ১০০ ডলার।