এবার ক্রিকেটার আনুশকা

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
আনুশকা শর্মা
বলিউড তারকা আনুশকা শর্মা। চলমান সময়ের আলোচিত তারকা। অভিনয়ের ক্ষেত্রে তিনি যেমন খুব খুঁত-খুঁতে ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন, তেমনই উচিত কথা বলার ক্ষেত্রেও এক চুল পিছ পা হন না। সিনেমার ক্ষেত্রে একদম ফাঁকি দিতে নারাজ তিনি। তার ভাষ্য, 'আমি সব সময়ই এমন কোনো ছবি ও চরিত্রে অভিনয় করতে চাই, যা দর্শকের মনে আজীবন গেঁথে থাকবে।' এমন চিন্তাধারা থেকেই প্রতিনিয়ত ভিন্নধারা গল্পের ছবিতে অভিনয় করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ক্রিকেটার হিসেবে দেখা মিলবে এ অভিনেত্রীর। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকেই ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠতা তার। প্রায় নিয়মিতই উপস্থিত হন ভারতের খেলার সময়। ভারতের জয়-পরাজয়ে আনন্দ-বেদনা ফুটে ওঠে আনুশকার চোখে-মুখে। আর এবার নিজেই ক্রিকেট মাঠে নামতে যাচ্ছেন কোহলিপত্নী আনুশকা। মূলত ভারতীয় নারী ক্রিকেট দলের কিংবদন্তি বোলার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয়ের জন্য ক্রিকেট মাঠে নামলেন আনুশকা। গতকাল শনিবার থেকেই কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনস-এ শুটিং শুরু হয়েছে এ বায়োপিকের। জানা গেছে, প্রথম পর্বের শুটিং পুরোটাই হবে ইডেনে। তবে প্রথম দিনের শুটিং শেষ করেই মুম্বাই ফিরে যাবেন আনুশকা। আনুশকা জানান, এই বায়োপিক করার পরিকল্পনা মূলত প্রায় তিন বছর আগের। তখন পরিচালক সুশান্ত ঘোষণা দিয়েছিলেন, 'চাকদহ এক্সপ্রেস' নামে করবেন ঝুলনের বায়োপিক। নানাবিধ কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে এই বায়োপিকের সঙ্গে মুম্বাইয়ের নামি প্রযোজক সংস্থা যুক্ত হলে পুনরায় শুরু করা হচ্ছে এর কাজ। উলেস্নখ্য, ভারতের হয়ে প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ঝুলন। ২০০২ সালের জানুয়ারিতে ক্যারিয়ার শুরু করা ঝুলন ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছরের নভেম্বরে। মাঝের সময়ে দেশের হয়ে ১০ টেস্টে ৪০ উইকেট, ১৮২ ওয়ানডেতে ২২৫ উইকেট ও ৬৮ টি-টোয়েন্টিতে ৫৬ উইকেট নিয়েছেন ঝুলন।