৬০ আইনজীবী দেখলেন 'মায়া'

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
সুপ্রিম কোর্টের ৬০ জন আইনজীবী একসঙ্গে দেখলেন 'মায়া দ্য লস্ট মাদার' সিনেমাটি। বুধবার কোর্ট শেষে অ্যাডভোকেট জেসমিন সুলতানার তত্ত্বাবধানে সবাই এসে হাজির হন স্টার সিনেপেস্নক্সে। ছবিটি দেখে প্রশংসা করেছেন আইনজীবীরা। সিনেমাটি সত্যি বড় মায়াময় বলে উলেস্নখ করেছেন তারা। আবেগ আপস্নুত হয়ে অনেকে ফেসবুকের তাদের নিজস্ব ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন। আইনজীবীরা মন্তব্য করেন, মুক্তিযুদ্ধের দার্শনিক, পোয়েটিক ও গবেষণালব্ধ জ্ঞান নিয়ে বর্তমান বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার প্রেক্ষাপট। সিনেমাটির বহুল প্রচার করা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী সবার দায়িত্ব ও কর্তব্য। জয়তু কবিতা ও চিত্রকর্ম থেকে নির্মিত এ সিনেমাটি সত্যিই প্রশংসনীয়। সিনেমাটিতে অনেক দৃশ্যের প্রতীকী ব্যবহার ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যুদ্ধশিশুদের অসহায়ত্ব বুঝাতে মুরগির বাচ্চার স্যান্ডেলের উপর করে ভেসে যাওয়ার বা কচ্ছপের নিজের জলাশয়ে ফেরার দৃশ্য দুর্দান্ত প্রতীকী কাজ।