সাক্ষাৎকার

মঞ্চে নিত্যনতুন নাটক নিয়ে কাজ করছি

অভিনেত্রী বন্যা মির্জা। মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে তার রাজস্বিক পদচারণা। বর্তমানে টিভি নাটকে বেশ অনিয়মিত তিনি। তবুও পর্দায় আছেন তিনি। কখনো উপস্থাপিকা, কখনো অতিথি হয়ে। বিগত তিন বছর ধরে নিয়মিত চলচ্চিত্রও মুক্তি পাচ্ছে তার। প্রখ্যাত এ অভিনেত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন - রায়হান রহমান

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বন্যা মির্জা
মঞ্চে নিয়মিত... মাসের বেশিরভাগ সময়েই মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত থাকি। নিত্য নতুন নাটক নিয়ে কাজ করি। অভিনয়ের শিকড় হচ্ছে মঞ্চ নাটক। সম্প্রতি দেশ নাটকের হয়ে জলসা বাসর নামের একটি নাটক মঞ্চস্থ করেছি। মঞ্চে অভিজ্ঞতার শেষ নেই। বর্তমানে টেলিভিশন নাটকে কাজ কম করছি। কখনো সময় মিলে না আবার কখনো চিত্রনাট্য মনে ধরে না। তবে ভালো গল্প পেলে অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। তিন বছর ধরে... বিগত তিন বছরে আমার নিয়মিত ছবি মুক্তি পেয়েছে। কিছুদিন আগেও একটি চলচ্চিত্রের কাজ সম্পন্ন করেছি। চাইছি, চলচ্চিত্রের এ ধারাটি অব্যাহত রাখার। তবে চাইলেই তো হয় না। সব কিছু মিলতে হয়। অভিনয়ের বাইরেও আমার নানাবিধ কাজ রয়েছে। ব্যাটে বলে মিলে গেলেই বড় প্রজেক্টে হাত দেওয়া যায়। অভিনয় ছাড়াও... অভিনয় ছাড়াও আমার বেশ কিছু কাজ আছে। আমি একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উপদেষ্টা হিসেবে রয়েছি। সেখানে সময় দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি টিভি চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান সঞ্চালনা করি। এছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার হয়ে মহিলাদের সচেতনতা বাড়াতে কাজ করছি। সব মিলিয়ে কাজের মধ্যেই থাকতে হয়। দায়িত্ব-কর্তব্য... দায়িত্ব পালনে আমার কোনো কৃপণতা নেই। দ্বিতীয়বারের মতো শিল্পী সংঘের কমিটিতে দায়িত্ব পেয়েছি। সহকর্মীরাই আমাকে এ দায়িত্বে বসিয়েছে। শুরুতেই বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তারমধ্যে শিল্পীদের এককালীন ভাতা, চিকিৎসা ব্যয় কমানোর জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি করা অন্যতম। শিল্পীরা শিগগিরই সামনে এর সুফল পাবেন আশা করি।