হলিউডে ফিরছেন ব্রিটিশ রাজবধূ মেগান

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
মেগান মার্কেল
আবারও হলিউডের রুপালি পর্দায় ফিরছেন অভিনেত্রী ও ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। সম্প্রতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর পরপরই জানা গেল, ডিজনির সঙ্গে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী মেগান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল ও মিরর জানায়, কানাডায় স্বামী হ্যারি ও সন্তান আর্চিকে নিয়ে ছয় সপ্তাহের দীর্ঘ ছুটি কাটাতে যাওয়ার আগে ডিজনিতে কণ্ঠ দিয়েছেন মেগান। এ থেকে প্রাপ্ত অর্থ হাতিদের সুরক্ষায় তিনি খরচ করবেন বলে জানানো হয়েছে। রাজবধূ হওয়ার আগে হলিউডে অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন মেগান। তবে রাজপরিবারের অংশ হয়ে যাওয়ার শর্ত হিসেবে অভিনয় ছাড়তে হয় তাকে। এখন ডিজনির সঙ্গে মেগানের নতুন এ চুক্তি তার অভিনয়ে ফেরার ইঙ্গিত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। মেগান মূলত একজন মার্কিন অভিনেত্রী ও মানবাধিকার কর্মী। ২০১১ সালে তিনি গোয়েন্দাভিত্তিক নাটক সু্যটস-এর্ যাচল জেইন চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। এছাড়াও কল্পবিজ্ঞান ভিত্তিক 'ফ্রিংগি' নাটকে অ্যামি জোসাপ বেশ আলোচিত হয়। এ নাটকে অভিনয় করেই নজর কাড়েন ব্রিটিশ রাজপুত্র হ্যারির। একপর্যায় ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। এসময় তিনি অভিনয় জীবন থেকে অবসর নিয়ে নিজেকে মানবিক কাজে নিয়োজিত করার ঘোষণা দেন তিনি। তবে সম্প্রতি মেগান ও হ্যারি রাজপরিবার থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছিলেন, সেখানে 'স্বাধীনভাবে অর্থ উপার্জন'র বিষয়টিও বলা হয়েছে। অভিনয়ে মেগানের ফেরাও তার একটি মাধ্যম হতে পারে বলে মনে করছেন বোদ্ধারা।