নাট্যকার কাফীর 'অভিনয়শৈলী'

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
আব্দুলস্নাহিল কাফী
যারা অভিনয় নিয়ে স্বপ্ন দেখেন, হতে চান তুখোড় মঞ্চকর্মী তাদের জন্য বাজারে এসেছে তরুণ নাট্যকার ও নির্দেশক আব্দুলস্নাহিল কাফীর বই 'অভিনয়শৈলী'। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতি মঞ্চে জমকালো আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক ও প্রকাশ আব্দুল আলীমসহ অনেকে। অনুষ্ঠানে ইনামুল হক বলেন, 'নাটক করতে হলে মঞ্চের বিকল্প নেই, কারণ মঞ্চ থেকেই উঠে আসে সত্যিকারের অভিনেতা। কাফীর নাটকের বইটি আমি পড়েছি, অসাধারণ লেখনি, বিশেষ করে যারা নাটক করতে চাই, শিখতে চাই তারা উপকৃত হবে বলে আমার বিশ্বাস।' লেখক আব্দুলস্নাহিল কাফী বলেন, 'নিশ্চয় এটা ভাবার কোনো কারণ নেই যে, আমার এই বই পড়ে রাতারাতি কেউ দক্ষ অভিনেতা হয়ে যাবেন। এটা কখনোই সম্ভব নয়। কারণ, শুধু বই পড়ে অভিনয় শেখা যায় না। সত্যিকারের অভিনেতা হতে হলে অভিনয় শুরুর পাশাপাশি করতে হবে নিয়মতান্ত্রিক অনুশীলন ও কঠোর পরিশ্রম। আমার এ বইটি মূলত নবীন নাট্যকর্মীদের জন্য। ' বইয়ের মোড়ক উন্মোচন শেষে নাট্যাচার্য সেলিম আল দীন-এর 'সংবাদ কার্টুন' নাটক মঞ্চায়ন করে বাংলাদেশ থিয়েটার প্রাঙ্গণ। নাটকটি নির্দেশনা দেন তারেক তাশহাদ।