সহকারী পরিচালকদের পরিচয়পত্র বিতরণ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
যোগ্য সম্মান ও যোগ্য সম্মানী প্রাপ্তির লক্ষ্যকে সামনে রেখে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে যুক্ত সহকারী পরিচালকদের সংগঠন টেলিভিশন অ্যাসিসটেন্ট ডিরেক্টর'স অর্গানাইজেশন অব বাংলাদেশ (ট্যাডোব)-এর পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু। বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এবং ট্যাডোবের সাবেক আহ্বায়ক ও ডিরেক্টরস গিল্ডের সদস্য ফিরোজ খান। এ সময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, 'সবচেয়ে বড় সাফল্য সংগঠিত হওয়া। যেটা আপনারা পেরেছেন। এখন শুধু সামনে এগিয়ে যাওয়া। মনে রাখবেন, সহকারী পরিচালক একজন উঁচুমানের সৃজনশীল ব্যক্তি। তাই নিজেদেরকে সেভাবেই প্রস্তুত করতে হবে। আশা রাখি, আপনারা সেটা পারবেন।'