চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আট ছবি

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৮তম আসরের পর্দা উঠেছে গত শনিবার। বিশ্বের ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে শুরু হওয়া এই উৎসবে থাকছে বাংলাদেশের ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। শুরুর দিনে বিশ্বের বিভিন্ন দেশের ছবির সঙ্গে 'বাংলাদেশ প্যানারোমা' বিভাগে দেখানো হয়েছে অরুণ চৌধুরীর 'মায়াবতী'। একই বিভাগে উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় দেখানো হয়েছে প্রদীপ ঘোষের 'শাটল ট্রেন'। সন্ধ্যায় প্রদর্শনীর আগে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে নির্মাতা প্রদীপ ঘোষসহ ছবির কলাকুশলীদের নিয়ে উপস্থিত ছিলেন। 'বাংলাদেশ প্যানারোমা' বিভাগে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত দেখানো হবে এন রাশেদ চৌধুরী পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি 'চন্দ্রাবতী কথা', আশরাফ শিশিরের বহুল আলোচিত চলচ্চিত্র 'আমরা একটি সিনেমা বানাবো', ফরিদ আহমেদের 'টিউনস অব নস্টালজিয়া', মাসুদ পথিকের 'মায়া', প্রসুন রহমানের 'নিগ্রহকাল' এবং তানিম রহমান অংশুর 'ন ডরাই'। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।