সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনা পারিশ্রমিকে শাহরুখ খান বিনোদন ডেস্ক অনেক বছর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে আজাদ হিন্দ বাহিনী নিয়ে একটি ছবি নির্মাণের কথা হয়েছিল পরিচালক কবীর খানের। কিন্তু নানা কারণে সে সময় সে ছবি হয়নি। তবে ডিজিটালে পা রাখার জন্য সেই প্রজেক্টকেই বেছে নিয়েছেন সালমান খানের 'এক থা টাইগার'খ্যাত পরিচালক কবির খান। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে 'দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে'। পাঁচ এপিসোডের এই ওয়েবসিরিজে প্রতিটি পর্ব শুরুর আগে শাহরুখ খানের কণ্ঠে শোনা যাবে ন্যারেশন। সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন সানি কৌশল, শর্বরী ওয়াঘ, রোহিত চৌধুরী, শ্রম্নতি শেঠ প্রমুখ। নির্মাতা কবীর খান বলেন, 'জেনারেল শাহনওয়াজ খানকে চিনতেন শাহরুখের বাবা, যিনি আজাদ হিন্দ বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। স্বাধীনতা সংগ্রামের বিষয়ে ওর আগ্রহ রয়েছে। এমনিতে শাহরুখকে রাজি করানো খুব সহজ কাজ নয়, তবে এই সিরিজে কণ্ঠ দিতে তিনি সহজেই রাজি হয়ে যান। এই প্রজেক্টের জন্য শাহরুখ কোনো পারিশ্রমিকও নিচ্ছেন না।' এবার সিনেমায় প্রিয়াংকা জামান বিনোদন রিপোর্ট অর্ধযুগ ধরে মিডিয়াতে কাজ করছেন তরুণ মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান। গেলো বছর তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃতু্যশয্যাতেও ছিলেন। কিন্তু আলস্নাহর অশেষ রহমতে, মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। প্রিয়াংকা জামান শুধু বিজ্ঞাপনের মডেল, টিভি নাটকে অভিনয়ই করেননি, তিনি উপস্থাপনা করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার দেশের বাইরে থেকে ফিরে এসে তার লক্ষ্য সিনেমায় অভিনয় করা। অবশ্য এর আগেও সিনেমাতে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু গল্প এবং চরিত্র পছন্দ না হওয়ায় প্রিয়াংকাকে রুপালি পর্দায় এখনো দেখা যায়নি। তবে এবার চীনে যাবার আগে তিনি তার মনের আশাবাদ ব্যক্ত করে গেছেন। যে গল্প হবে সার্বজনীন এমন গল্পের সিনেমাতেই কাজ করতে চান প্রিয়াংকা। প্রিয়াংকা বলেন, মনের মতো একটি গল্পের সিনেমাতে কাজ করার ইচ্ছা অনেক দিনের। নিশ্চয়ই আমার মনোবাসনা পূর্ণ হবে।' শুভ জন্মদিন ধ্রম্নব গুহ বিনোদন রিপোর্ট শুদ্ধ বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এই সময়ের সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠান 'ধ্রম্নব মিউজিক স্টেশন'র কর্ণধর ধ্রম্নব গুহ। সবচেয়ে বড় পরিচয় তার তিনি একজন সংগীত শিল্পী। তবে নিজেকে একজন কণ্ঠশিল্পী হিসেবেই পরিচয় দেন তিনি। ছোটবেলা থেকেই গানের সঙ্গে বসবাস তার। এলাকার কোনো অনুষ্ঠান হলেই তাকে গাইতে হতো গান। গান দিয়ে উচ্চমাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি নিজ এলাকায় পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। তারপর পথ চলেছেন সাফল্যের বরপুত্র হয়েই। আজ ১৪ জানুয়ারি ধ্রম্নব গুহর জন্মদিন। নিজের জন্মদিন নিয়ে তিনি বলেন, 'জন্মদিনে আমার সহকর্মী, ভক্তদের কাছে আশীর্বাদ চাই, আমি যেন এ দেশের গানপিয়াসী মানুষের জন্য আরো ভালো ভালো গান অনায়াসে করে যেতে পারি, এটাই আমার চাওয়া।'