জয়ার 'ফুড়ুৎ' অনিশ্চিত

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
জয়া আহসান
প্রযোজনার প্রথম ছবি 'দেবী'র মুক্তির পর ব্যবসায়িক সফলতা দেখে দ্বিতীয় ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। তার প্রযোজনা প্রতিষ্ঠান 'সি' সিনেমা থেকে 'ফুড়ুত' ছবির প্রি- প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছিলেন জয়া। অভিনয়শিল্পী, গল্প, পরিচালক, কলাকুশলীসহ অনেক কিছু নির্ধারণ হয়েছে বলেও জানান তিনি। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর সংবাদ সম্মেলন করে ছবিটি নিয়ে বিস্তারিত জানানোর কথা ছিল। এরপর কেটে গেছে পুরো একটি বছর। ২০১৯ সাল পেরিয়ে শুরু হয়েছে ২০২০ সাল। কিন্তু এত দিনেও ছবিটির শুটিং শুরু হয়নি। এ বছরে বেশ কিছু ছবির শুটিং শুরু হলেও সাড়া নেই জয়ার 'ফুড়ুত' ছবির। চলতি বছরের বাকি সময়ে ছবিটির শুটিং শুরু হবে কিনা তা নিয়ে সন্দিহান দেখা দিয়েছে। এ ছবিতে আউটডোর শুটিং বেশি থাকায় গ্রীষ্মের সময় ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছিলেন জয়া। গ্রীষ্মের পর বর্ষা, শরৎ ও হেমন্ত পেরিয়ে শীতের এ সময়ে এসেও শুরু হচ্ছে না 'ফুড়ুত'-এর শুটিং। কারণ জয়াও নিজেকে অভিনয়ে প্রচন্ড ব্যস্ত রেখেছেন। এপার-ওপার দুই বাংলার ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ ঢাকা তো কাল কলতায় ছুটে বেড়াচ্ছেন তিনি। বর্তমানে কলকাতার বেশকিছু ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। অতনু ঘোষের 'বিনি সুতো', 'রবিবার' জয়ার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। এই প্রথম 'বিনিসুতো'-য় ঋত্বিক চক্রবর্তী আর 'রবিবার'-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন জয়া। 'রবিবার' গত বছরের শেষ সপ্তাহে মুক্তি পায়। একই বছরে তার 'বিজয়া' ও 'কণ্ঠ' মুক্তি পায়। তিনটি ছবিই প্রশংসিত হয়। 'রবিবার' ছবিটি আগামী ৩১ জানুয়ারি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তির কথা রয়েছে। ইতোমধ্যেই জয়া সাজিয়ে নিয়েছেন নতুন বছরের পরিকল্পনা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো হেভিওয়েট পরিচালকের 'অর্ধাঙ্গিনী'- তে কাজ করছেন। এতে ভিন্ন মেজাজে দেখা যাবে জয়াকে। জয়া সেখানে 'ভূতপরি'। আর সে ছবি প্রেজেন্ট করছেন স্বয়ং কোয়েল মলিস্নক! কোয়েল বলছেন, 'জয়ার অভিনয়ের জায়গাটা খুব শক্তিশালী।' এদিকে, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে জয়া অভিনীত একাধিক ছবি। 'বিউটি সার্কাস' গত বছর মুক্তির কথা থাকলেও তা হয়নি। তবে এ বছরই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। এ ছাড়া সরকারি অনুদানে নির্মিত 'অলাতচক্র' ছবিটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান হাবিব। এ ছবির প্রযোজকও জয়া। তবে এ ছবির শুটিং শুরু হয়েছিল 'ফুড়ুত' ছবির ঘোষণার পর। দেশের আলোচিত লেখক আহমেদ ছফার গল্প অবলম্বনে নির্মিত হয়েছে 'অলাতচক্র'। এই ছবিতে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নানা ঘটনা। এ ছবিতে জয়াকে দেখা যাবে তায়েবা চরিত্রে। জয়ার প্রযোজনার প্রথম ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের 'দেবী' উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। ছবিটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে দ্বিতীয় ছবি 'ফুড়ুত' হবে মৌলিক গল্পের। এ ছবিতে জয়া নিজে অভিনয় নাও করতে পারেন। ছবির গল্পের সঙ্গে মানানসই কাউকে পেলে তিনি থাকবেন না বলেও ইঙ্গিত দেন তিনি। নতুন ছবির বিষয়বস্তু নিয়ে জয়া বলেছিলেন, 'এই ছবিটি কমেডি, ড্রামা, নস্টালজিয়া, ড্রিমস কাম ট্রু এক কথায় এটি একটি আধুনিক রূপকথা। কিন্তু মানুষ আসল। এর বেশি আর কিছু এখনই বলতে চাই না।' তবে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে, জয়া ছবির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়নি। জয়া আহসান মনে করছেন, একটি ছবির শুটিং শুরুর আগে প্রি-প্রোডাকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সেদিকটায় বেশি মনোযোগী তিনি। এ প্রসঙ্গে জয়ার বক্তব্য, 'বিদেশে কাজ করে দেখেছি, প্রি-প্রোডাকশনকে তারা অনেক গুরুত্ব দেন। একটি ছবির শুটিং শুরুর আগে প্রি-প্রোডাকশনেই অনেক বেশি সময় প্রয়োজন। আপাতত কাজটা আগে মন দিয়ে করতে চাই।'