সাক্ষাৎকার

সত্যিই অবাক করার বিষয়

চিত্রনায়ক সিয়াম আহমেদ। সবেমাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যেই পেয়েছেন তারকাখ্যাতি। 'দহন' ও 'পোড়ামন টু'য়ে দর্শক মাতিয়ে 'ফাগুন হাওয়ায়'তে পরিচয় দিয়েছেন জাত অভিনেতার। বর্তমানে তার হাতে আছে দুই জোড়া ছবি। মুক্তির অপেক্ষায় আছে 'বিশ্বসুন্দরী' ও 'শান'। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন- রায়হান রহমান

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সিয়াম আহমেদ
লোকেশন গুরুত্ব... শুটিং করার আগে লোকেশন বড় একটি বিষয়। অনেক সময় দেখা গেল যেখানে শুটিং করার কথা সে জায়গাটি আমার সঙ্গে যাচ্ছে না। তখন তো জোর করে ঐ লোকেশনেই শুট করা যায় না। ফলে মাঝে মধ্যেই নির্ধারিত তারিখের পরে শুটিং শুরু করতে হয়। সম্প্রতি 'ইত্তেফাক' ছবির শুটিংয়ে এমনটি হয়েছি। পরে আমরা সুন্দর একটি লোকেশনে শুটিং করেছি। চিত্রনাট্য ও চরিত্র... সাধারণত আমার হাতে চিত্রনাট্য আসার পর আমি ওটার সঙ্গেই থাকি। একটু খোলাসা করে বলতে গেলে যখন কোনো চিত্রনাট্য পাই, তখন চরিত্রটা নিয়ে পড়াশোনা শুরু করি। নিজের মতো করে ভাবি, পরিচালকের সঙ্গে বারবার কথা বলি। পরিচালক আমার কাছে কী চান, সেটা জানতে চাই, গল্প অনুযায়ী আমার চরিত্র কেমন হওয়া দরকার সেটা বোঝার চেষ্টা করি। আশাবাদী... 'বিশ্বসুন্দরী' ও 'শান'র কাজ পুরোপুরি শেষ। বিশেষ করে আমার কাজ। এখন আছি মুক্তির অপেক্ষায়। ছবি দুটি নিয়েই আমি আশাবাদী। সত্যি বলতে যখন যে ছবিতেই কাজ করি না কেন, চেষ্টা করি শতভাগ দিয়ে কাজ করতে। তেমনই 'ইত্তেফাক' কিংবা 'অপারেশন সুন্দরবন' নিয়েও কসরত করছি। ইমোশনাল... বিশেষ করে ইত্তেফাকের চিত্রনাট্য নিয়ে আলোচনার সময় আমি ও পরিচালক রায়হান রাফি বারবার ইমোশনাল হয়ে পড়েছিলাম। এতটা মমতা দিয়ে চিত্রনাট্যটি করা হয়েছে, সত্যিই অবাক করার বিষয়। 'ইত্তেফাক' ভালো গল্পের একটি সিনেমা হতে যাচ্ছে। এখানে অভিনয় করার অনেক সুযোগ আছে। বিষয়টি আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। সাদৃশ্য নেই... 'অপারেশন সুন্দরবন' সম্পূর্ণ আলাদা ধাঁচের একটি গল্প। এর সঙ্গে আমার আগের কোনো ছবির সাদৃশ্য নেই। কদিন আগেই আমরা দলবল নিয়ে সুন্দরবনে শুটিং করে এলাম। এমনসব জায়গায় শুটিং করেছি মোবাইলে ঠিকমতো নেটওয়ার্কও ছিল না। ব্যবসায় সফল... সিনেমা ব্যবসায় করবে কী করবে না, সেটা অভিনেতার ওপর নির্ভর করে না। কখনো মোটামুটি গল্পের সিনেমাও ভালো ব্যবসায় করে, আবার কখনো ভালো মানের গল্পও ব্যর্থ হয়। পুরো বিষয়টিই নির্ভর করছে দর্শকের ওপর। তবে আমাদের কাজ অভিনয় করা, সেটাই মনোযোগ দিয়ে করছি। উত্তরোত্তর ভালো করার চেষ্টা করছি। তবে একটি ভালো ছবি আজীবনই ভালো ছবি। সেটা ব্যবসায় সফল হোন বা না হোক।