সা ক্ষা ৎ কা র

নিজের মধ্যে নায়িকা ভাব নেই

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিজ্ঞাপন ও ছোট পর্দায় কাজের মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা পান তিনি। বিশেষ করে খন্ড নাটকে তার উপস্থিতি ছিল উলেস্নখ করার মতো। মাঝে একটু বিরতি নিয়ে গত বছর ফিরেন বড় পর্দায়। সে ধারাবাহিকতায় এ বছরও মুক্তি পাচ্ছে তার আরও একটি ছবি। নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন- রায়হান রহমান

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
অর্চিতা স্পর্শিয়া
ভাবনায় অভিনেত্রী... নিজের মধ্যে এখনো নায়িকা নায়িকা ভাব কাজ করে না। তবে কষ্ট করে একটি কাজ করেছি, সেটা বড় পর্দায় আসছে। আমার অভিনয় দর্শকের ভালো লাগবে নাকি খারাপ লাগবে সেটা নিয়েই বেশি ভাবছি। এর বেশি কিছু না। একজন অভিনেত্রী হিসেবে সবসময় চাই মানুষ আমার কাজ পছন্দ করুক। গল্প বাছাই... চিত্রনাট্য হাতে এলে প্রথমেই গল্পটা বোঝার চেষ্টা করি। চরিত্রের মধ্যে বৈচিত্র্য আর অভিনয়ের জায়গা আছে কিনা খুঁজে দেখি। এরপর ভালো লাগলে কাজ করি। এমনিতেও আমার বই পড়ার অভ্যাস আছে। ফলে ধৈর্য নিয়ে চিত্রনাট্য পড়তে অসুবিধা হয় না। তাই আমাকে কেউ উলটাপালটা বুঝিয়ে কাজ করাতে পারে না। আবার নিজের ভালো না লাগলে সে কাজটিও করি না। পরিকল্পনা করে... ইউটিউবে নিজের চ্যানেলে উপস্থাপনা করার বুদ্ধি হঠাৎ করেই আসেনি। পরিচিত একজন আমাকে উৎসাহিত করেছে। এরপর আমার একটি দল আছে, তারা পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছে। সাফার সঙ্গে যে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে, সেটা মূলত অন্য একটি চ্যানেলের জন্য করেছিলাম। পরে নিজের চ্যানেলেই প্রচার করেছি। এখানে আমি যেমন, ঠিক তেমন ভাবেই আড্ডা দিয়েছি। নাটকে নেই... সিনেমাতে অনেক সময় দিতে হয়। নাটকে যেমন চিত্রনাট্য পড়লাম, কসটিউম গুছালাম তারপর চলে গেলাম শুটিংয়ে। দুই দিন শুটিং করেই কাজ শেষ। কিন্তু সিনেমার বিষয়টি তো আলাদা। এখানে প্রতিটি কাজ অনেক ভেবেচিন্তে করতে হয়। একটি সিনেমা করার জন্য দুই থেকে তিন মাসের প্রস্তুতি থাকে। শুটিংয়ের পরেও ডাবিংসহ নানা কাজ করতে হয়। সে কারণে দীর্ঘদিন নাটকে নেই। নাটক আর সিনেমা একই সঙ্গে চালিয়ে যেতে চাই না। যেকোনো একটিতে ভালোভাবে কাজ করতে চাই। আর এখন যেহেতু সিনেমা করছি। সামনে আরও কয়েকটি সিনেমার কাজ আছে। সবমিলিয়ে শিগগিরই নাটকে কাজ করার পরিকল্পনা নেই।