দুই বছর পর সুবর্ণা মুস্তাফা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
সুবর্ণা মুস্তাফা
দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। আগামী ৭ ফেব্রম্নয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত আলোচিত ছবি 'গন্ডি'। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ফখরুল আরেফিন খান। ৯ জানুয়ারি ছবিটি সেন্সরে জমা দেয়া হয় পরে ১৭ জানুয়ারি সেন্সর বোর্ড বিনা কর্তনে ছাড়পত্র দেয়। রোমান্টিক কমেডি ঘরানার 'গন্ডি' চলচ্চিত্রের কাহিনি ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা দু'জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। ছবিটি ৭ ফেব্রম্নয়ারি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। পরিচালকের পক্ষ থেকে জানানো হয়। তার আগে ৫ তারিখে হবে গন্ডির প্রিমিয়ার। এতে সব্যসাচী ও সুবর্ণা মুস্তাফা ছাড়া আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে। গড়াই ফিল্মস প্রযোজিত এই ছবির আবহ সংগীত করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র। এর আগে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'গহিন বালুচর'। বদরুল আনাম সৌদ পরিচালিত এ ছবিতে সুবর্ণা অভিনয় করেছিলেন আসয়া চরিত্রে। জেগে উঠা চরকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের পরিণতির গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। এতে সুবর্ণা একপক্ষের প্রধানের ভূমিকায় দুর্দান্ত চরিত্রে অভিনয় করেন। চরিত্রটির জন্য ২০১৭ সালের সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এর আগে গত বছর সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক একুশে পদকেও ভূষিত হন তিনি। সুবর্ণা এক সময় টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। এখন অভিনয়ে অনিয়মিত হলেও কখনো কখনো বিশেষ দিবসের নাটকে দেখা মেলে তার। এ গুণী অভিনেত্রী বর্তমানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।