চলচ্চিত্র যাত্রার দুই দশকে শাহনূর

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপের্ট
চিত্রনায়িকা শাহনূরের সিনেমায় পথচলা শুরু হয়েছে আজ থেকে দুই দশক আগে, অর্থাৎ ২০০০ সালে। সেই বছর জিলস্নুর রহমান ময়না পরিচালিত 'জিদ্দী সন্তান' সিনেমাতে অভিনয় এবং মুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রে শাহনূরের যাত্রা শুরু হয়। এই সিনেমাতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করে শুরুতেই বেশ প্রশংসিত হয়েছিলেন। প্রথম সিনেমায় তার অভিনয় এবং সৌন্দর্যের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন শাহনূর। আর এর পরের পথচলাটাও খুব মসৃণ না হলেও শাহনূর তার নিজের মেধা আর যোগ্যতা দিয়ে একের পর এক সিনেমাতে অভিনয় করে গেছেন। এখনো সিনেমাকে ভালোবাসে সিনেমাতেই বেশি অভিনয় করছেন। দেখতে দেখতে শাহনূর সিনেমায় অভিনয়ের পথচলার দুই দশকে পা দিয়েছেন। ২০২০ সাল পেরিয়ে গেলেই তিনি সিনেমার পথচলায় দুই দশক পূর্ণ করবেন। শাহনূরের বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা বাবার আদর্শকে মাথায় রেখেই তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনীতি তার কাছে আদর্শ, আর অভিনয় তার পেশা। যে কারণে জীবনের এই সময়ে এসে রাজনৈতিক কর্মকান্ডের সাথে নিজেকে আরো ওতপ্রোতভাবেই জড়িয়ে রেখেছেন নিয়মিত। আবার সিনেমার কাজেও ব্যস্ত থাকছেন তিনি। এরই মধ্যে পাবনা থেকে রফিক শিকদারের 'বসন্ত বিকেল' সিনেমার প্রথম লটের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে শাহনূরের বেশকিছু সিনেমা। অবশ্য দীর্ঘ দুই দশকের পথচলায় বেশকিছু ভালো ভালো গল্পের নাটকেও অভিনয় করেছেন তিনি। দুই দশকের সফল পথচলা প্রসঙ্গে শাহনূর বলেন, 'মহান আলস্নাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে বেশ ভালোভাবেই দুটি দশক সিনেমাতে অতিবাহিত করেছি।'